নিঃশ্বাসের বিনিময়, ভাবনার আদান
প্রদান, কিছু খোলা আকাশ আর
কিছু বর্ষার ভাসন্ত পূর্বাভাস,
জানি, সব কিছুর আছে
এক না এক দিন
অবসান,
তবুও হৃদয়ে ফুটে রয় অহোরাত্র এক
সুরভিত বিতান, জীবনের আছে
নিজস্ব সৈকত রেখা, কখনো
ভাঙনের পুনরাবৃত্তি
আবার অনেক
সময়ে সুদূর
হতে শুধুই ক্রমিক পরাবর্তন, ভেসে
আসে মাঝ স্রোতের চাপা ক্রন্দন,
কখনো জোনাকির দ্বীপে
আলোর সম্মেলন,
স্বপ্নের তরী
ভেসে রয় উজানের ধারায় সারাটা -
রাত, অধিকাংশ পৃথিবী যখন
ঘুমের দেশে নিরুদ্দেশ,
তখন সজাগ,
একজোড়া
স্পন্দন, গাহে জীবনের অন্তহীন প্রণয়ী
গান - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
emerging life Art by Derek McCrea
প্রদান, কিছু খোলা আকাশ আর
কিছু বর্ষার ভাসন্ত পূর্বাভাস,
জানি, সব কিছুর আছে
এক না এক দিন
অবসান,
তবুও হৃদয়ে ফুটে রয় অহোরাত্র এক
সুরভিত বিতান, জীবনের আছে
নিজস্ব সৈকত রেখা, কখনো
ভাঙনের পুনরাবৃত্তি
আবার অনেক
সময়ে সুদূর
হতে শুধুই ক্রমিক পরাবর্তন, ভেসে
আসে মাঝ স্রোতের চাপা ক্রন্দন,
কখনো জোনাকির দ্বীপে
আলোর সম্মেলন,
স্বপ্নের তরী
ভেসে রয় উজানের ধারায় সারাটা -
রাত, অধিকাংশ পৃথিবী যখন
ঘুমের দেশে নিরুদ্দেশ,
তখন সজাগ,
একজোড়া
স্পন্দন, গাহে জীবনের অন্তহীন প্রণয়ী
গান - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
emerging life Art by Derek McCrea
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন