রজনী, এক বিন্দু হতে অন্য বিন্দুর
মাঝে সরলরেখা টেনে যাওয়া,
অহর্নিশ এক
ঘেয়ে
বাঁধা - ধরা, ক্লান্ত যাত্রার বাইরে ও - -
আছে অনেক কিছু, তার
চোখের গভীরে
লুকিয়ে
রয় প্রায়ই অদৃশ্য স্বপ্নের বহু পরিকল্পনা,
নানান রঙের অভিলাষ, ভেসে
উঠতে চায় অন্তর্নিহিত
ভাবনার সৌন্দর্য্য,
অভিনব
ভবিষ্যতের প্রতীক্ষা, দিগন্ত ছোঁয়ার -
অধীরতা - -
- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন