সে আবার, স্মরণ করিয়ে চলেছে পাতা
ঝরার ঋতু, পল্লব বিহীন গাছের
বাস্তবতা, ধুসর আকাশের
উপেক্ষা, আসলে
বিহানের
ওই কচি আলোর বয়স চিরদিনই অল্প,
দুপুরের সাথে হয় ওঠে তিক্ত !
দীর্ঘস্থায়ী বলতে এখানে
কিছুই নেই, সকাল
ও সন্ধ্যার
মাঝে ছিল এক যুগের তফাৎ, আঁধার
'ত ছিল, সম্ভবতঃ এক সুন্দর
বাহানা, অনেক সময়ে
খুব কাছের বন্ধুও
চিনতে
দ্বিধা বোধ করে অসময়ে, জীবনের -
রঙ্গ হাজার, অবশ্যই কিছু
ব্যতিক্রম থাকে বৈকি,
যেমন তেতো
নীমের
ফলের স্বাদ মিষ্টি, আর মিঠা নীমের
ফল ভারী তেতো ! নিসর্গের
নিজের আছে বিধান,
আসল কি নকল
চেনাটা
খুবই মুশকিল, শুধুই অনুমানের - - -
গভীর স্রোতে, সুদুর ভেসে
যাওয়া !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
painting by Roslyn Hartwig
ঝরার ঋতু, পল্লব বিহীন গাছের
বাস্তবতা, ধুসর আকাশের
উপেক্ষা, আসলে
বিহানের
ওই কচি আলোর বয়স চিরদিনই অল্প,
দুপুরের সাথে হয় ওঠে তিক্ত !
দীর্ঘস্থায়ী বলতে এখানে
কিছুই নেই, সকাল
ও সন্ধ্যার
মাঝে ছিল এক যুগের তফাৎ, আঁধার
'ত ছিল, সম্ভবতঃ এক সুন্দর
বাহানা, অনেক সময়ে
খুব কাছের বন্ধুও
চিনতে
দ্বিধা বোধ করে অসময়ে, জীবনের -
রঙ্গ হাজার, অবশ্যই কিছু
ব্যতিক্রম থাকে বৈকি,
যেমন তেতো
নীমের
ফলের স্বাদ মিষ্টি, আর মিঠা নীমের
ফল ভারী তেতো ! নিসর্গের
নিজের আছে বিধান,
আসল কি নকল
চেনাটা
খুবই মুশকিল, শুধুই অনুমানের - - -
গভীর স্রোতে, সুদুর ভেসে
যাওয়া !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
painting by Roslyn Hartwig
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন