Tuesday, 27 January 2015

কিসের অভিলাষে - -

জীবনের সারমর্ম ছিল খুবই সংক্ষিপ্ত,
এক ফালি সকালের আলো আর
কিছু পুষ্পিত ফুলের হাসি,
মেঘ ও রোদ্দুরে
ওই ঝুলন্ত
গ্রাফ,
সুখ দুঃখের হিম বিন্দু তে খচিত - -
মায়ার জাল, জানি না কিসের
অভিলাষে তারা গেছে
ধেয়ে মৃগতৃষ্ণা
নিয়ে
বুকে, রাতের শেষ প্রহরে উঠে গেছে
মরুদ্যানের আলোকিত মেলা,
সকালের আবছা আলোয়
দেখি, বালির স্তৃপে
ঝরে আছে
কিছু
কাঁটাগাছের নিশি মুকুলিত ফুলের - -
একরাশ পাপড়ি - -

* *
- শান্তনু সান্যাল  


http://sanyalsplanet.blogspot.in/
Linda Kemp Watercolor.jpg

No comments:

Post a Comment