বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০১৫

বন্য নদীর পার - -

জীবনের অনেক অস্পর্শিত কোণ
যেমন চায় উন্মুক্ততা, আর
ভাবনার পাণ্ডুলিপি খুঁজে
মরে সারাটা জীবন
এক উদারমনা
প্রকাশক,
সম্ভবতঃ নিঃশর্ত ভালবাসার ওই
ঠিকানা চিরদিনই কুলুপ আঁটা,
নিরূদ্দেশ, শুন্য দ্বারদেশে
পড়ে রয় কিছু
বেনামা
চিঠির স্তুপ, ও একরাশ শুকনো -
রজনীগন্ধার ডাঁটা, আর
আশেপাশের কিছু
আগ্রহী চোখ !
ফিরে
আসে জীবন, ক্লান্ত পায়ে সর্বোচ্চ
তল হতে নিচ তলায় চুপচাপ,
সাঁঝের আকাশে এখন
যথারীতি রঙের
উৎসব,
সুদুর বনমহলে মহুয়ার শাখায় -
সম্ভবত মাদক ফুলের বাহার,
আবার কোন ঋতুবিহারী
পাখীর ডাকে মন
উড়ে যেতে
চায় অনেক দূর বন্য নদীর পার।

* *
- শান্তনু সান্যাল


 

http://sanyalsplanet.blogspot.in/
paintings by Robin Street-Morris 2

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন