সে দূর হয়েও যেন বেঁধে রাখে আমায়
মায়ের ভাষায়, শিরায় শিরায়
স্বাধীন ভাবে মিশিয়ে
যায় বাংলার
মাটি
বাংলার জল, শঙ্খ বেলায় ভেসে ওঠে
হৃদয়ের কুলে আজানের সুর,
গোধুলির ওই আবছা
আলোয় দেখি
তুলসী
তলায় কে যেন জ্বেলে যায় ঐতিহ্য -
প্রদীপ, হটাৎ আজও মনে হয়ে
যেন অজয় নদীর কূল
আর মেঘনার
তীর
মিলে মিশে একাকার, আর তোমার
হাসি কান্নার মাঝে, আমি প্রায়ই
ভুলে যাই জীবনের
পারাপার,
তখন
এপার - ওপারের মাঝে ঝুলে রয় এক
মাত্র মাতৃভাষার অখণ্ডিত সেতু,
অনন্তকালীন ভালবাসার
পথে অগ্রসর।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Painting by Oregon Artist Jacqueline Newbold
মায়ের ভাষায়, শিরায় শিরায়
স্বাধীন ভাবে মিশিয়ে
যায় বাংলার
মাটি
বাংলার জল, শঙ্খ বেলায় ভেসে ওঠে
হৃদয়ের কুলে আজানের সুর,
গোধুলির ওই আবছা
আলোয় দেখি
তুলসী
তলায় কে যেন জ্বেলে যায় ঐতিহ্য -
প্রদীপ, হটাৎ আজও মনে হয়ে
যেন অজয় নদীর কূল
আর মেঘনার
তীর
মিলে মিশে একাকার, আর তোমার
হাসি কান্নার মাঝে, আমি প্রায়ই
ভুলে যাই জীবনের
পারাপার,
তখন
এপার - ওপারের মাঝে ঝুলে রয় এক
মাত্র মাতৃভাষার অখণ্ডিত সেতু,
অনন্তকালীন ভালবাসার
পথে অগ্রসর।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Painting by Oregon Artist Jacqueline Newbold
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন