সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৫

অন্তর্তমের অনুনাদ - -

তার প্রেমের পরশে আছে চাঁদনী রাতের
স্নিগ্ধতা, অথবা অপ্রতিম শীতলতা,
যেন চন্দন অরণ্যের সমীরণ
ছুঁয়ে যেতে চায় গভীর
হতে গহনতম,
তার চোখের আয়না চিরকাল অনি:শেষ
পারদর্শী, বেঁধে রাখতে চায় আমার
অস্থির ভাবনার তরঙ্গ, ওই
রহস্যময়ী চোখের
আলোয়, তার
প্রণয় প্রহেলিকার গিঁটে আছে এক অদ্ভুত
পেঁচানো গহ্বর, যতই যাই গভীরে
জীবন যেন হয় ওঠে অতই
জটিল হতে গ্রন্থিল !
প্রায়ই ফিরে
আসে অন্তর্তমের অনুনাদ, সুদূরের শুন্য -
উপত্যকার গা ছুঁয়ে, যথারীতি
জীবন, একাকী দাঁড়িয়ে রয়
মধ্য রাতের অন্ধকারে,
তার মায়াবী
প্রেমের উন্মুক্ত প্রাঙ্গণে, উন্মোচিত দেহের
সাথে, সে এক রোমাঞ্চিত খেলা,
কখনো মেঘের মিহি কণার
রূপে আবার কখনো
অগ্নিস্ফুলিঙ্গের
চমকে, ঝরে সারা রাত মন্থর বেগে বিন্দু -
বিন্দু আকাশ হতে পৃথিবীর বুকে !

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/

in-the-moment-ognian-kuzmanov.jpg

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন