আজ এই পর্যন্তই থাক সাক্ষাৎকার, কিছু
কুয়াশায় ঢাকা, কিছু নরম রোদে
মাখা, জীবনের উঁচু নিচু
অবুঝ উপত্যকা !
তোমার
চোখেও আছে এক বুনো গন্ধের কৌতুহল,
আর আমার বুকের গভীরতা, ছুঁয়ে
যেতে চায় যাযাবর মেঘের
ছায়া ! দুজনের মাঝে
গড়ে উঠতে
চায় এক অদৃশ্য খুঁটি বিহীন সাঁকো, জানি
না এ কেমন জলস্রোতের মায়া, লহর
বিহীন ডুবিয়ে যেতে চায় গ্রাম -
গঞ্জ, শহর - বন্দর !
এপার - ওপার,
আজ এই
পর্যন্তই থাক পরস্পরের উপলব্ধি, কিছু - -
আরও সময় দরকার চোখের ভাষা
বোঝার জন্য, কিছু আরও
বাড়ুক ধরা-ছোঁয়ার
অনুভূতি !
এখনো তুমি, অনেক দুরে দাঁড়িয়ে আছো
অজানা আমার বুকের বাহিরে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
FRAN2682.jpg
কুয়াশায় ঢাকা, কিছু নরম রোদে
মাখা, জীবনের উঁচু নিচু
অবুঝ উপত্যকা !
তোমার
চোখেও আছে এক বুনো গন্ধের কৌতুহল,
আর আমার বুকের গভীরতা, ছুঁয়ে
যেতে চায় যাযাবর মেঘের
ছায়া ! দুজনের মাঝে
গড়ে উঠতে
চায় এক অদৃশ্য খুঁটি বিহীন সাঁকো, জানি
না এ কেমন জলস্রোতের মায়া, লহর
বিহীন ডুবিয়ে যেতে চায় গ্রাম -
গঞ্জ, শহর - বন্দর !
এপার - ওপার,
আজ এই
পর্যন্তই থাক পরস্পরের উপলব্ধি, কিছু - -
আরও সময় দরকার চোখের ভাষা
বোঝার জন্য, কিছু আরও
বাড়ুক ধরা-ছোঁয়ার
অনুভূতি !
এখনো তুমি, অনেক দুরে দাঁড়িয়ে আছো
অজানা আমার বুকের বাহিরে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
FRAN2682.jpg
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন