সোমবার, ২৩ মার্চ, ২০১৫

রাজপথের দুই ধারে - -

মাঝ  শহরের ওই খোলা মাঠে, আজ  নাকি
আছে কোন এক মহৎ সম্মেলন, সকাল
হতে চতুর্ধারে, এক বিচিত্র
টলমলানি আছে
বাতাসে !
রাজপথের দুই ধারে জানি আবার সাজবে -
মীনাবাজার, ঢাউস মাছের দল খুঁজবে
আবার কুচি মাছের ঝাঁক, ওই
আলোর দপদপানির
মাঝে নিয়ে চলো
আমায়
শিকলবদ্ধ পায়ে, কিসের ভয় হে প্রিয় বন্ধু
তোমার, আমি যে পুরাকালের এক
ঘোষিত আসামি, ওই ঝুলন্ত
চত্বরে বহুবার উঠেছি
আমি ! আর
ঝুলেছি
শূন্যে মুক্তির দোলা বহুবার একাকী, এই -
নগর তোমার নগরপালও  তোমার,
শহরকাজী শুধুই নয়, হুকুম ও
হাকিম সবাই তোমার,
নিয়ে চলো
সার্বজনীন ভাবে, হাতটি ধরে মুখোশহীন
মাঝপথে ! আমি পুনরায় ভিঝতে
চাই মুক্তির মহান বৃষ্টিতে,
এমন অঝর ধারা
ঝরুক প্রাণে,
আবার ভরে উঠুক মানবিকতার বনস্পতি
অভিশাপিত মরুপ্রান্তরে, পুনরপি
অন্তর্তমের শুকানো নদী
বহে যাক প্রাণোচ্ছল
আবেগে - -

* *
-  শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.in/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন