মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০১৫

কিছু ছায়াহীন প্রান্তর - -

কিছু ছায়াহীন প্রান্তর গেছে বহুদূর সরে,
কিছু নতুন সবুজের ছোঁয়া, ভেসে
উঠতে চায় তোমার চোখের
জলাভূমির তীরে।
জানি না,
এ কেমন নিয়তির খেলা, সকালে ছিল -
যে ঝিল জলে ভরাট, গোধুলির
ওই ঝাপসা আলোয় দেখি
কত খুদে দ্বীপের
আমদানি।
তোমার  প্রেমের পরিমণ্ডলে আছে, কত
যে অপ্রকাশিত বিন্দু বিসর্গ, কত
যে জ্যামিতির পেঁচানো ভিন্ন 
আকৃতি, আমার
হৃদয়ের
জগৎ খুবই সাদাসিধা, তবুও তোমাকে
নিয়ে প্রতি মুহূর্তে ভাবা ভালই
লাগে, জেনেশুনে পথ
হারাবার ঝোঁক
অনেক
সময় জীবনে ঘনিয়ে আনে সকালের - -
টাটকা প্রাণবায়ু - -

* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন