Sunday, 19 April 2015

ঘর সাজাতে ভুলে গেলাম - -

এত ফুলের বাহার ছিল হৃদ মাঝারে, যে
আমি ঘর সাজাতে ভুলে গেলাম,
এটা বলবো সেটা বলবো,
অনেক কিছুই ছিল
মনের ভেতরে,
যখন সে মুখোমুখি হলো আমার, আমি
শীশমহলে, প্রণয়ের প্রদীপ জ্বালাতে
ভুলে গেলাম। ওই নভোনীল
আলোর মাঝে, আমি
খুঁজেছি তার
চোখের গভীরে, কিছু অমূল্য মুহূর্তের - -
ঠিকানা, ওই ভাবনার হট্টগোলে
নিজেকে, নিজের বাসায়
ফিরাতে ভুলে
গেলাম। সারা শহর যখন ঘুমের কোলে !
আমি হেঁটে যাই জনশূন্য পথে,
কোন নিশুতি - ডাক
কিংবা, তার
প্রেমের মায়াবী হরিণ ধেয়ে যায় মধ্য - -
রাতের বুকে, আমি আঁধার দ্বারে
আলোর খিল দিতে ভুলে
গেলাম। এত ফুলের
বাহার ছিল
হৃদ মাঝারে, যে আমি ঘর সাজাতে ভুলে
গেলাম।

* *
- শান্তনু সান্যাল

 http://sanyalsplanet.blogspot.in/
art Samir Mondal.jpg

No comments:

Post a Comment