সে এক তিলস্মী* রাতের মুষলধার বৃষ্টি,
পৃথিবী ও আকাশ যখন একাকার।
নিখোঁজ সমস্ত দুনিয়ার
দিগন্ত রেখার
কল্পনা,
নিঃশ্বাসের কুয়াশায় তখন ঢাকা পড়ে
রইলো পারাপার। তার বুকের
উষ্ণ ডানায় আমি
ভুলে এসেছি
সমস্ত
বৈধ - অবৈধের কারোবার। দেউলের
কপাট ছিল খোলা, কিংবা উচ্চ
মিনারের আলো ছুঁয়েছে
আধখোলা মনের
জানালা,
সত্যি, কিছুই জানি না সেই মুহূর্তের ওই
বাহিরের আবহাত্তয়া, অথবা
শতাব্দী ধরে বহে আসা
যথারীতি
একঘেয়ে আবহমান। আমরা ভেসে গেছি
ওই অন্তহীন আঁধারের সাথে
বহুদূর, যেখান হতে
ফিরে আসা
অসম্ভব।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
* তিলস্মী - যাদুভরা (আরবী শব্দ )
পৃথিবী ও আকাশ যখন একাকার।
নিখোঁজ সমস্ত দুনিয়ার
দিগন্ত রেখার
কল্পনা,
নিঃশ্বাসের কুয়াশায় তখন ঢাকা পড়ে
রইলো পারাপার। তার বুকের
উষ্ণ ডানায় আমি
ভুলে এসেছি
সমস্ত
বৈধ - অবৈধের কারোবার। দেউলের
কপাট ছিল খোলা, কিংবা উচ্চ
মিনারের আলো ছুঁয়েছে
আধখোলা মনের
জানালা,
সত্যি, কিছুই জানি না সেই মুহূর্তের ওই
বাহিরের আবহাত্তয়া, অথবা
শতাব্দী ধরে বহে আসা
যথারীতি
একঘেয়ে আবহমান। আমরা ভেসে গেছি
ওই অন্তহীন আঁধারের সাথে
বহুদূর, যেখান হতে
ফিরে আসা
অসম্ভব।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
* তিলস্মী - যাদুভরা (আরবী শব্দ )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন