রবিবার, ২৪ মে, ২০১৫

বন্য অন্ধকারে - -

প্রত্যেক মানুষের ভিতরে কিছু না
কিছু জন্মগত অভাব থেকেই
যায়, না তুমি আছো
সম্পূর্ণ মানবী,
না আমি
কোনো বিশুদ্ধ পুরুষ, নিসর্গের -
হাতে অসম্পাদিত দুটি কৃতি,
কাট কুটের প্রক্রিয়া
চলে সারাটা 
জীবন,
তাই মিথ্যে অহংকারের স্থান নেই
এখানে, ওই প্রকৃত মিলন -
বিন্দুর শীর্ষে, যখন
গাঢ়  আঁধারে
দুই -
পরস্পর, পরশের সঘনতা ছড়িয়ে
যায় এক বুনো গন্ধ পরিবেশে,
তখন সমস্ত নৈতিক অথবা
অনৈতিক মূল্যের
পরিধান
খসে
পড়ে নিজেই ওই বন্য অন্ধকারে - -
নিঃশ্বাসের বিনিমযে মানুষ
তখন অন্য জগতে।

* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/



 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন