নিষ্পলক মুহুর্তে, দেখি তুমি হয়ে উঠেছো
যুগের থামানো নিঃশ্বাস, আর আমি
খুঁজে চলেছি, তোমার চোখের
নিম্নদেশের ছায়া প্রান্তর !
সাঁঝের ঝাপসা
আলোয়
তুমি যখন নিশি - পুষ্পের অভিসারিকা -
তখন আমি পেতে চাই তোমার
বুকের অশেষ গন্ধকোষ,
লুকিয়ে রাখতে
চাই, ওই
সুরভিত বন্যা আমার বক্ষঃস্থলের গহিনে,
যখন আঁধার বিস্তারিত কেয়া বনে,
তখন তুমি যেন রহস্যভরা
বিলুপ্ত নাগমণি, আর
আমি বিষ মুক্ত
প্রতিষেধক,
দেহে জড়িয়ে প্রেমের অমর প্রলেপ, আমি -
ছুঁতে চাই তোমার হৃদয়ের স্পন্দন,
হতে চাই তোমার প্রণয়ে
নীলকন্ঠ মানুষ।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
যুগের থামানো নিঃশ্বাস, আর আমি
খুঁজে চলেছি, তোমার চোখের
নিম্নদেশের ছায়া প্রান্তর !
সাঁঝের ঝাপসা
আলোয়
তুমি যখন নিশি - পুষ্পের অভিসারিকা -
তখন আমি পেতে চাই তোমার
বুকের অশেষ গন্ধকোষ,
লুকিয়ে রাখতে
চাই, ওই
সুরভিত বন্যা আমার বক্ষঃস্থলের গহিনে,
যখন আঁধার বিস্তারিত কেয়া বনে,
তখন তুমি যেন রহস্যভরা
বিলুপ্ত নাগমণি, আর
আমি বিষ মুক্ত
প্রতিষেধক,
দেহে জড়িয়ে প্রেমের অমর প্রলেপ, আমি -
ছুঁতে চাই তোমার হৃদয়ের স্পন্দন,
হতে চাই তোমার প্রণয়ে
নীলকন্ঠ মানুষ।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন