আজ আকাশ খুবই উদার, ঝরে গেছে
উজাড় করে নিজেকে, আজ সন্ধ্যার
পরিতপ্ত দেহে, সজল বাতাস
ছুঁয়ে গেছে শীত - মলমে,
আজ তোমায়
পেয়েছি
আমি প্রবল স্রোতপূর্ণ বৃষ্টির রূপে।- -
বহু শূন্য ফাটলে, পুনরায় দেখি
জীবনের সংকেত, ভেসে
উঠছে আবার -
তোমার
চোখের গভীরে, বহু বিলুপ্ত মরুদ্বীপ !
তুমি আবার চাও, প্রণয়ের ওই
হারানো মায়াময় জগৎ,
আমি পুনরায়
দ্বিধাগ্রস্ত,
ধেয়ে যাই যথারীতি রঙীন পতঙ্গের
পিছনে।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
উজাড় করে নিজেকে, আজ সন্ধ্যার
পরিতপ্ত দেহে, সজল বাতাস
ছুঁয়ে গেছে শীত - মলমে,
আজ তোমায়
পেয়েছি
আমি প্রবল স্রোতপূর্ণ বৃষ্টির রূপে।- -
বহু শূন্য ফাটলে, পুনরায় দেখি
জীবনের সংকেত, ভেসে
উঠছে আবার -
তোমার
চোখের গভীরে, বহু বিলুপ্ত মরুদ্বীপ !
তুমি আবার চাও, প্রণয়ের ওই
হারানো মায়াময় জগৎ,
আমি পুনরায়
দ্বিধাগ্রস্ত,
ধেয়ে যাই যথারীতি রঙীন পতঙ্গের
পিছনে।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন