অন্য কোনও এক দিন, জিজ্ঞেস করে
নিও জীবনের উলঙ্গ সত্য, আজ
চলো করে যাই শৃঙ্খলাবদ্ধ
মুখোশের খেলা,
ওই বহু
যুগ ধরে, সজ্ঞানে দুইজনের পরস্পর
বোঝাপড়া। সঘন আঁধারে একে
অপরকে সুন্দর ভাবে
ঠকিয়ে যাওয়া,
আসলে,
গোটা পৃথিবী জুড়ে আছে থিয়েটার -
ওয়ালাদের শরিকের বসতি।
যে যত ভালো নাটুয়া
তার জীবনের
দিনান্ত
অতই সুখকর, আর যে মাটির মানুষ
সে রয়ে যায় চিরকালের মত
চার দেওয়ালের মাঝে
একাকী।কিন্তু
কোথায়
যেন সেই ভিড়ে হারানো শেষ বেলার
মানুষ, শুন্য হাতে ঠিক খুঁজে পায়,
ক্লান্ত জীবনের অভিপ্রায়,
খুলে ফেলে ক্রমশঃ
ছদ্ম আবরণ।
তখন সে
নিবস্ত্র, কিন্তু প্রকৃত সুন্দর স্বউদ্ভাসিত,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by harold kraus
নিও জীবনের উলঙ্গ সত্য, আজ
চলো করে যাই শৃঙ্খলাবদ্ধ
মুখোশের খেলা,
ওই বহু
যুগ ধরে, সজ্ঞানে দুইজনের পরস্পর
বোঝাপড়া। সঘন আঁধারে একে
অপরকে সুন্দর ভাবে
ঠকিয়ে যাওয়া,
আসলে,
গোটা পৃথিবী জুড়ে আছে থিয়েটার -
ওয়ালাদের শরিকের বসতি।
যে যত ভালো নাটুয়া
তার জীবনের
দিনান্ত
অতই সুখকর, আর যে মাটির মানুষ
সে রয়ে যায় চিরকালের মত
চার দেওয়ালের মাঝে
একাকী।কিন্তু
কোথায়
যেন সেই ভিড়ে হারানো শেষ বেলার
মানুষ, শুন্য হাতে ঠিক খুঁজে পায়,
ক্লান্ত জীবনের অভিপ্রায়,
খুলে ফেলে ক্রমশঃ
ছদ্ম আবরণ।
তখন সে
নিবস্ত্র, কিন্তু প্রকৃত সুন্দর স্বউদ্ভাসিত,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by harold kraus
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন