ওই চলন্ত আয়নার
মুখোমুখি সবাই
সমান,
ভেদাভেদ বিহীন
তার চোখের
ঠাওরান।
কোন
ধারে যে লুকানো
নিয়তির
পারঘাট,
নদী নির্বাক আর
খুব কাছে
দিনের
অবসান। সারা
জগৎ জুড়ে
যখন
অবগুণ্ঠনের খেলা,
সে অদৃশ্য ভাবে
তখন অন্তর্তমে
বিরাজমান।
নাবিক
বিহীন নৌকো বহে
যায় আপন মনে,
কে জানে
কোথায়
আছে তার নোঙ্গর
স্থান।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
মুখোমুখি সবাই
সমান,
ভেদাভেদ বিহীন
তার চোখের
ঠাওরান।
কোন
ধারে যে লুকানো
নিয়তির
পারঘাট,
নদী নির্বাক আর
খুব কাছে
দিনের
অবসান। সারা
জগৎ জুড়ে
যখন
অবগুণ্ঠনের খেলা,
সে অদৃশ্য ভাবে
তখন অন্তর্তমে
বিরাজমান।
নাবিক
বিহীন নৌকো বহে
যায় আপন মনে,
কে জানে
কোথায়
আছে তার নোঙ্গর
স্থান।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন