সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

নিঃশ্বাসের গহীন গহ্বরে - -

অঝর বৃষ্টি ছিল সারা রাত, যাকে -
বলে মন খুলে ঝরে যাওয়া, 
শ্রাবণের ওই উদারতা
দেখে হঠাৎ যেন,
ভেসে উঠে
ছিল
বুকের মাঝে আতঙ্কের উড়ন্ত মেঘ,
কাজেই অনায়াসে, রাতের শেষ
প্রহরে, আমি বুকে ধরে
রাখতে চেয়েছি
তোমায়।
যখন দিগন্ত রেখায় প্রথম আলোর
ছোঁয়া - ছোঁয়া সূচনা, তখন
তুমি আমার নয়ন
কোণে ফিরে
আসা
ধোঁয়া - ধোঁয়া এক মধুর চেতনা।
কখন থেমেছে যে বৃষ্টির মুক্ত
ধারা, কখন উন্মাদিনী
নদী, জোর করে
সরিয়ে
গেছে উঠন্ত সাগরের বিক্ষিপ্ত ঢেউ,
আর করেছে আত্মসাৎ তার
অগণ্য নীল গভীরতা,
নিঃশ্বাসের গহীন
গহ্বরে, কেউ
জানে না।  


* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন