কিছুই বদলায় নি, কিছুও বদলায় না,
আয়না যথারীতি আছে নিজের
জায়গায়, নীরবতা জড়িয়ে
সারা গায়ে। ফিরে গেছে ভোলা চড়ই বহু -
বার নিজের
প্রতিবিম্ব ঠোকরিয়ে। সব কিছুই 'ত -
দেখি সাজানো আছে আগের মত,
সুবর্ণ ফ্রেমের মাঝখানে,
আসলে জীবনের
রিক্ত - স্থান
বলতে
কিছুই হয় না, হওয়া উচিতও নয়।
সময়ের সাথে ভরে যায় সব
কিছু, সে অগ্নিমুখ হক
অথবা কোমল
হৃদয়ের
আহত প্রদেশ। ক্রমশঃ ঊষর প্রান্তর
এক দিন স্বাভাবিক রূপে হয়ে
ওঠে বিরাট এক চারণ -
ভূমি। আসলে
সময়ের
চক্র ঘুরে যায় আপন লয়ে, আলো -
ও আঁধারের ওই দুই কাঁটার
মাঝে কিছুই বদলায়
না, শুধুই নিজের
ছায়া এক
দিন যায় বুড়িয়ে, আয়না সহসা তখন
মনে হয় পরকীয় মানুষ, অবাক
চেয়ে রয় মৌন উপহাসে।
আর জীবন খুঁজে
এমন সময়ে
ভাঙা, মেঝের উপরে ছড়ানো মুক্তার
হার, আর উড়ে যায় একের পরে
এক অতীতের সমস্ত ফেকাশে
মুহূর্তের অক্ষরমালা।
* *
- শান্তনু সান্যাল
আয়না যথারীতি আছে নিজের
জায়গায়, নীরবতা জড়িয়ে
সারা গায়ে। ফিরে গেছে ভোলা চড়ই বহু -
বার নিজের
প্রতিবিম্ব ঠোকরিয়ে। সব কিছুই 'ত -
দেখি সাজানো আছে আগের মত,
সুবর্ণ ফ্রেমের মাঝখানে,
আসলে জীবনের
রিক্ত - স্থান
বলতে
কিছুই হয় না, হওয়া উচিতও নয়।
সময়ের সাথে ভরে যায় সব
কিছু, সে অগ্নিমুখ হক
অথবা কোমল
হৃদয়ের
আহত প্রদেশ। ক্রমশঃ ঊষর প্রান্তর
এক দিন স্বাভাবিক রূপে হয়ে
ওঠে বিরাট এক চারণ -
ভূমি। আসলে
সময়ের
চক্র ঘুরে যায় আপন লয়ে, আলো -
ও আঁধারের ওই দুই কাঁটার
মাঝে কিছুই বদলায়
না, শুধুই নিজের
ছায়া এক
দিন যায় বুড়িয়ে, আয়না সহসা তখন
মনে হয় পরকীয় মানুষ, অবাক
চেয়ে রয় মৌন উপহাসে।
আর জীবন খুঁজে
এমন সময়ে
ভাঙা, মেঝের উপরে ছড়ানো মুক্তার
হার, আর উড়ে যায় একের পরে
এক অতীতের সমস্ত ফেকাশে
মুহূর্তের অক্ষরমালা।
* *
- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন