রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

গন্ধের ছোঁয়া - -

তোমার সীমাহীন অভিলাষ, আর নিশীথের
একটানা বৃষ্টি, দু জনের মিলন বিন্দুতে
ভেসে ওঠে শেষ রাতের ঘনীভূত
কুয়াশা, কাঁচা হলুদরঙ্গী
সকালের আলো,
জানালার
পারে
খুঁজে চলেছে কিছু অপ্রকাশিত কোণাগুলোর
কাহিনী।আনাচে কানাচে, এখনো ভেসে
আছে খুবই পরিচিত গন্ধ, অবশ্যই
হাসনুহানার সাথে মিলে মিশে,
তারা একাকার, ঝুলন্ত
ওই ফুল ওয়ালা
চাদরে
কোথায় যেন লুকিয়ে আছে সিক্ত ভাবনার
ভাঁজ ! পুরোনো খোলা আতরের শিশি
ও উদলা দেহের মাঝে সম্ভবত
আছে এক মৌন অনুবন্ধ।
গন্ধের ছোঁয়া ভাবটা
থেকেই যায়
অন্তত।
* *
- শান্তনু সান্যাল




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন