Sunday, 15 January 2017

নিঃশ্বাসের সমান্তরালে - -

পুনরায় অভিলাষের আরোহণ, সমস্ত
অন্ধকার পেরিয়ে তোমায় ছুঁতে
চায়, উন্মাদিত জোছনার
রূপে। যদিও তুমি
এখনো লুকিয়ে
আছো
মায়ার সুড়ঙ্গে, নির্বাক, অনড় নিজের
মাঝে নিজেই বিলুপ্ত। নৈশ ফুলের
গন্ধে এখন রাত, আনন্দে
যেন আত্মহারা, আর
পার্থিব দেহ পড়ে
আছে স্থির,
ফুলের
বিছানায় একাকী, প্রাণ ছুটে চলেছে - -
তোমার সন্ধানে, পৃথিবী হতে
আকাশ পথে, অবিরাম,
অন্তহীন আলোর
স্রোতে, খুব
সম্ভব - -
শেষ প্রহরের কিছু আগে, তুমি ফিরে
আসবে নিঃশ্বাসের সমান্তরালে।

* *
-  - শান্তনু সান্যাল No comments:

Post a Comment