বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮

ডুবন্ত শহরের যাত্রী - -

নিবিড় অন্ধকারে, যখন থামলো বুড়ো
অশ্বত্থ গাছের কলরব, তখন
দেখি জীবন থেকে যেন
ছায়ার মাপ কিছু
বেশিই দীর্ঘ।
হাত
বাড়িয়ে কে যেন বলে আমি ডুবতে চাই -
না, আমি বাঁচতে চাই কিন্তু তার
মৌন চিৎকার, যথারীতি
হারিয়ে যায় ওই
সরু গলির
মোড়ে।
তাদের মান - অভিমানের ছকের খেলায়
আমি রইলাম নিরুদ্দেশ মার্জিনে,
তারা সবাই এখন ভাঙছে
গড়ছে নিজের মত
সমাজের ওই
জর্জর
কাঠামো, আমি আজও কিন্তু খুঁজে পাই -
নি, এক রাতের ঠিকানা, অবশ্যই
খসা দেয়ালের গায়ে কে যেন
লিখে গেছে আমাদের
টার্গেট দিল্লী - -
কিসের
জন্য
জানি না, হয়'ত তাদের আছে ছানিবিহীন
চক্ষু, আমি সুদূরে ঝাপসা আলোর -
পথ ছাড়া কিছুই খুঁজে পাই
নি।আস্তে আস্তে দেখি
সারা শহর
নিঃশব্দ
ভাবে ডুবে চলেছে মায়াবী রাতের অন্তহীন
অন্ধকারে - -

* *
- শান্তনু সান্যাল  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন