সোমবার, ৯ এপ্রিল, ২০১৮

স্মৃতির সৈকতে - -

 খুঁজে পাওয়া মুশকিল সময়ের সাথে
যারা হারিয়ে গেছে কোনো এক
কাল বৈশাখীর রাতে, জানি
তুমি আজও খুঁজে বেড়াও
মুছে যাওয়া পদচিহ্ন,
যদিও তোমার
রিক্ত অঞ্চল,
বলে -
যায় কাহিনীটা ভিন্ন। আমার নোনা
জলের জলাভূমির তীরে আজও
ফুটে অজস্র ফুল, স্বপ্নগুলো
চিরন্তন জেগে থাকে,
আর চোখের
মেঘভরা
দুই কূল।রাত্রি শেষে যখন সারা শহর
ঘুমন্ত ঢেউর সাথে ভেসে যায় সুদূর
অজানা, আনন্দ লোকে, আমি
খুঁজি স্মৃতির কিছু ভাঙা
ঝিনুক গভীর
অন্তরে,
সবাই বেঁচে আছে যার যেমন আপন
সুখে।

* *
- শান্তনু সান্যাল




  


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন