শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮

যখন নিঝুম এই সৃষ্টি - -

সুদূর অরণ্যে পল্লববিহীন মহুয়া বনে
যখন জেগে ওঠে হটাৎ দাবানল,
তখন সুপ্ত স্বপ্নগুলো বুকের
মাঝে জাগায়  মধ্য -
রাতের জ্বলন্ত
অভিলাষ।
এই স্বপ্নগুলো নিয়েই জীবন আজ ও
কালের মাঝে বাঁচিয়ে রাখে সব
কিছু, আকাশ তখন খুবই
কাছের মানুষ, যেন
দুটি হাত বাড়িয়ে
বুকের মাঝে
টেনে
রাখতে চায় পৃথিবীর জ্বালা যন্ত্রনা, রাত
ধীরে ধীরে হয় ওঠে অন্ধ প্রলেপ,
ঢেকে দিতে চায় সমস্ত দুঃখ -
বেদনা নিবিড় আঁধারের
আড়ালে। পৃথিবী,
যথারীতি
অনন্তকালের সমর্পিতা, শেষ প্রহরের
আগে জোছনার স্রোতে ভাসিয়ে
দিতে চায় দেহ ও প্রাণের
তরণী।

* *
- শান্তনু সান্যাল 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন