অনেক চেহারা হারিয়ে যায় অতীতের
অন্ধগলির মুখে, যেমন অসময়ের
বৃষ্টি, মিটিয়ে যায় ফুটপাথের
কোনো অজানা শিল্পীর
খড়ির রচনা।
অবাক
তুমি দেখছো আমায়, আর আমি খুঁজে
চলেছি কিছু টুকরো শব্দ, জীবনের
এই শব্দ - সন্ধানের খেলাই
তো ডেকে আনে মৌন
সন্ধির বেলা। তুমি
আবার নতুন
ভাবে
সাজাবে, অন্তর্তমের জলসা ঘর, আমি
আবার উজাড় করে ভালোবাসবো
তোমায়, হয়ত পুনরায় জ্বলে
উঠবে ধূসর ঝাড়বাতি।
পুরাতন দেউলের
শিখরে এখনো
দেখি কিছু
আলো
আছে বাকি, যদিও সময়ের সাথে খসে
পড়েছে সোনালী ঐতিহ্য। সহজে
সব কিছু বদলায় না, ওই
আয়নাটা নীরব ভাবে
বলে যায়, এখনো
তোমার
সজল চোখের মোহনায় ভেসে ওঠে - -
ভালোবাসার অনন্ত উর্মিমালা।
* *
- শান্তনু সান্যাল
অন্ধগলির মুখে, যেমন অসময়ের
বৃষ্টি, মিটিয়ে যায় ফুটপাথের
কোনো অজানা শিল্পীর
খড়ির রচনা।
অবাক
তুমি দেখছো আমায়, আর আমি খুঁজে
চলেছি কিছু টুকরো শব্দ, জীবনের
এই শব্দ - সন্ধানের খেলাই
তো ডেকে আনে মৌন
সন্ধির বেলা। তুমি
আবার নতুন
ভাবে
সাজাবে, অন্তর্তমের জলসা ঘর, আমি
আবার উজাড় করে ভালোবাসবো
তোমায়, হয়ত পুনরায় জ্বলে
উঠবে ধূসর ঝাড়বাতি।
পুরাতন দেউলের
শিখরে এখনো
দেখি কিছু
আলো
আছে বাকি, যদিও সময়ের সাথে খসে
পড়েছে সোনালী ঐতিহ্য। সহজে
সব কিছু বদলায় না, ওই
আয়নাটা নীরব ভাবে
বলে যায়, এখনো
তোমার
সজল চোখের মোহনায় ভেসে ওঠে - -
ভালোবাসার অনন্ত উর্মিমালা।
* *
- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন