নারী আর পুরুষের বাহিরেও এক
ভিন্ন জগৎ আছে, যেখানে
তুমি আর আমি, সব
বাধা বিঘ্ন পেরিয়ে
হয় ওঠি এক
অপরের
অনুপূরক, তখন তোমার ডাগর -
চোখে অদৃশ্য আগ্নেয়গিরির
চমক, হটাৎ ঘনিয়ে
আনে অপ্রত্যাশিত
বৈশাখী ঝড়,
নিমিষে
জীবন নদীর দুই কূলে, জেগে ওঠে
অন্তহীন কোলাহল ! আকাশ
আর পৃথিবীর মাঝে
মৌন সন্ধির
আড়ালে
সৃষ্টি
তখন গড়ে চলেছে নব অপরিভাষিত
প্রাণের তাজমহল !
* *
- শান্তনু সান্যাল
ভিন্ন জগৎ আছে, যেখানে
তুমি আর আমি, সব
বাধা বিঘ্ন পেরিয়ে
হয় ওঠি এক
অপরের
অনুপূরক, তখন তোমার ডাগর -
চোখে অদৃশ্য আগ্নেয়গিরির
চমক, হটাৎ ঘনিয়ে
আনে অপ্রত্যাশিত
বৈশাখী ঝড়,
নিমিষে
জীবন নদীর দুই কূলে, জেগে ওঠে
অন্তহীন কোলাহল ! আকাশ
আর পৃথিবীর মাঝে
মৌন সন্ধির
আড়ালে
সৃষ্টি
তখন গড়ে চলেছে নব অপরিভাষিত
প্রাণের তাজমহল !
* *
- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন