জানি না কারা এরা, নাগা সাধু কী
সরকারের মরচে পড়া চাটুকার,
উলঙ্গ ভাষায়
যেখানে ওখানে
দিচ্ছে ষাঁড়
হুঙ্কার,
কোন জুতোর কারখানায় এরা
চাকরী করে, যে মানুষের
চামড়ায় জুতো বানায়,
কে আছে এদের
সম্রাজ্ঞী, এ
কেমন
অহংকার, কোন মহিষাসুরের
রাজত্বে লোক বাস করছে,
এ কেমন রক্ত পিপাসু
চিৎকার, এরা কারা
মোমবাতি হাতে
নিযে শান্তির
মুখোশ
পরে
করছে নিরীহ মানুষের সংহার,
এরা কারা জোকারের দল
সেজে গরিবের পেটে
মারছে লাথি, আর
সাজাচ্ছে নিজের
অট্টালিকায়
টাকার
পাহাড়, মূর্ছনায় যখন সারা
শহর, তখন অর্থহীন
শব্দের হাহাকার ।
- - শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন