অন্তহীন শাস্তি নিয়ে বুকে বাঁচার নাম
হলো জীবন, অসংখ্য বার বিতরিত
হওয়ার পরে, আমার ভাগে শূন্য
থাকাই স্বাভাবিক, নিজেকে
উজাড় করে অন্যকে
ভালোবাসাটাই
হলো আসল
জীবন,
অদৃশ্য সম্মোহে মৃত্যুবিহীন পুনরায় জন্ম গ্রহণ, অন্তহীন শাস্তি নিয়ে বুকে বাঁচার
নাম হলো জীবন । মায়াময় এই
কারাবাসের আছে নিজের
বিরল মুগ্ধতা, উন্মুক্ত
দ্বারের উস্কানি
অর্থহীন,
দেহ
নিষ্প্রাণ পড়ে থাকে মেঝে, মন তখন অভিলাষী পাখি, কিন্তু পালক
বিহীন, অট্টহাসির মাঝে
পিঞ্জর করে নগর
কীর্তন, অন্তহীন
শাস্তি নিয়ে
বুকে
বাঁচার নাম হলো জীবন ।
* *
- - শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন