না উত্স না সমাপ্তি
গোপন এক স্রোত প্রবাহিত
অন্তর্মনের গভীরতায়
অযৌগ গণনা বলে যায়
আমি আছি ত চলে
গ্রহের আবর্তগতি,তর্ক
বিতর্কের বাহিরে নিঃশ্বাসের
দড়ি ধরে রাখে ভালবাসা,
জীবনের সৌন্দর্য্য এই শ্বাসের
বাঁধনে রয়েছে জড়ানো,
হৃদয়ের স্পন্দন টেনে রাখে
পুস্প বৃন্ত,উপত্যকা,সমুদ্র
মরু,নির্ঝর,চন্দ্র,সূর্য্য,তারক
আকাশ গঙ্গা,আমি আছি ত
রয়েছে দেবতা,স্বর্গের কল্পনা !
চোখের আদ্রতা বোঝার বিবেক
বলে আমি এখনো বেঁচে আছি,
তোমার স্নিগ্ধ আঁখির মাঝে
আমার প্রতিবিম্ব জানায়
পৃথিবীর আয়ু যায় নি ফুরায়ে,
অজানা ভাবে যেন শিশুর কন্টক ছুঁয়ে যাওয়া
অনেক সময় হৃদয় চায়
শিশু সম অনুভূতি ,
মৌন ক্রন্দন করে মন
আমার প্রেমের পরিভাষা সুদুর
প্রসারী, সীমা গড়তে জানে না,
ক্ষয় ক্ষতির কোনো ভয় নেই
কপাট বিহীন হৃদয়ের বাসা
চিরস্থায়ী উন্মুক্ত খুলে থাকে দিবা
নিশি,সবাই অঙ্গীভূত
সকলই সমাবিষ্ট,
সপথ গ্রহণের রাত্রি ভেদাবেদ
মানে না,একমাত্র শর্ত যে
কি তোমার চোখ ভিজতে চায়
দেখে অন্যের ব্যথা
দেখে অন্যের ব্যথা
কি তুমি অগ্নি পথে হাঁটতে পারবে
ভালবাসার জন্য অবিরাম
কি তুমি বইতে পারো এই জীবন ক্রুস
নিজস্ব কাঁধে অনন্যের জন্য -
বাঁচতে চাও অনন্ত জীবন,
বাঁচতে চাও অনন্ত জীবন,
-- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন