অপ্রত্যাশিত আর্বিভাব
কিরীট শীর্ষের সেই বিন্দু ছুঁয়ে
নেমে আসে ছেঁড়া সকাল
সেই আবছা আলোর মাচানে
খেলে বহিষ্কৃত দেবতার শিশু
অস্পষ্ট সিড়ির তমসায় শৈশব খুঁজে
প্রদীপ্ত জীবনের দ্বার
অলিখিত প্রান্ত, দক্ষিন মুখী জানালা
বৃষ্টি ছায়ার বাতিল বন্ধ্যা
ভূভাগ ক্রমশঃ মরুভূমির পথে,
সামন্য পড়ন্ত বেলার সূর্যের তাপ গায়ে
ঢেকে জীবন কাটিয়ে গেল
বনসাইর অশ্বত্থ গাছ, অপ্রত্যাশিত
ভাবে তোমার অলিন্দে আসা
ভরে যায় অন্ধ কূপে জোছনার ক এক
কণা, জলীয় মাকড়সা ফিরে
পায় হারানো আবর্তন গতি, এই সহসা
প্রকাশিত হওয়া ছিটিয়ে যায়
শান্তি জলের ক এক ফোঁটা,এখানেই কি
স্ফটিক রচনার প্রক্রিয়া, মন খুঁজে
ভালবাসার হ্রদ, দেখতে চায়
জীবনের পরিচ্ছিন্ন ছায়া,ভুলতে চাহে
হৃদয় নিয়তির পরিহাস, তোমার
অলৌকিক প্রণয়ের আর্বিভাব
নিঃশব্দ জাগিয়ে রাখে সারা রাত মনের
অর্ধ সুপ্ত সংবেদনা, আঁখির কোণে
সজল সকাল উঁকি দিয়ে যায় মাঝে মাঝে.
-- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন