বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১১


বসে আছি একাকী 

সেই অনন্তকালের যুদ্ধ নিয়ে উদ্বর্তন
প্রাণ ভরে ভালবাসতে গিয়ে দেখি -
সীসেরাঙা আকাশে কোথাও এক খণ্ড
বর্ষামুখর মেঘের হদিস নাই, অগ্রবর্তী
পদক্ষেপে গেছি মাড়িয়ে সমস্ত বিষন্নতা,
পাথর ভাঙনের শব্দ, ইঁট, সিমেন্টের
গন্ধে, ভুলে গেছি শ্রাবণের আদ্র,মিষ্টি
অনুভূতি,এখানেই ছিল হয় ত ছড়ানো
শৈশবের গল্প, কাহিনী, অনাম পুষ্পের
মাদকতা, ওই চার রাস্তার মোড়ে কে
যেন, চেয়ে থাকে উদাসীন মুখে আমায়,
খুঁজে বেড়াই চোরা গলি, মুখোমুখির -
আতঙ্কে রাত, বৈধব্য সাজ নিয়ে বসে রয়
পার্কের নিরালায়, একাকী কথা বলে -
নিজের সঙ্গে, গোনা কএক গাছের ছায়া,
খেলে অদৃশ্য শিশুর দল, সিঁড়ির উপরে পা
পিছলিয়ে পড়ে বারে বারে, সেই উঠে -
যাওয়ার সংকল্প ঘুমোতে দেয় না কোনো
ভাবে, খুঁজি অনবরত তোমার প্রেম, চাঁদ
উন্মুক্ত হাসি ভরা বিহান গাছের ফাঁকে !
এই বৃহৎ যামিনী চেয়ে ও দৃঢ়মুষ্টির স্বপ্ন 
 ভাঙতে পারে না, ভিড়ের মাঝে অবিরাম
আমি খুঁজে চলি তোমার হারানো ভালবাসা,

-- শান্তনু সান্যাল 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন