ভাবিকথন
দাবি ত কিছুই ছিল না তবে কেন এই তুমুল কোলাহল, জানতে চেয়েছি শুধুই
জীবনের মূল্য, সত্যের অর্থোদ্ধার,যারা
পরে আছে জয়্মুকুট,সিংহাসনে আসীন
মুখমণ্ডলে দীপ্তিময় আভা, নত জানু -
আছে কেন নিয়তির চরণে, নিরুপায় !
সত্য, প্রকাশ ও অমরত্ব প্রাপ্তির পথে -
আঁধার যদি নেমে আসে, আশ্চর্য্যর কি
বুঝে উঠি না,ওই বিজয় পতাকায় যদি
রুধিরে লিখে থাকো জয়লাভ গাথা,
ইতিহাসে হয় ত মহান,গর্বিত যোদ্ধার
ভূমিকায় তুমি শ্রেষ্ঠ, কিন্তু নিজের
নীতিবোধে ক্রমশঃ সশস্ত্র পরাজিত,এক
অসহায় প্রাণী মাত্র, দুর্বল, জীর্ণ শীর্ণ
মানুষের দেহের সেই ক্ষত বিক্ষত চিহ্ন
নামিয়ে আনবে তোমায় মৃত্য লোকে
স্বর্গের সাম্রাজ্য চায় গণনা, হিসেব, সৎ
কুরু বংশীয় মহাসভায় হয় ত তুমি
ঋণমুক্ত, মৃত্যুর প্রাঙ্গনে কিন্তু আসক্ত !
সোপানের সহস্ত্র হাত এবং তোমার এক
ময়ুর সিংহাসন উড়ে যাবে সে দিন শুন্যে !
--- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন