শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১১


যদি জানা যেত 

সম্পূর্ণ জীবন যে চোখ চেয়ে রইলো 
শুন্য আকাশে, দিবা নিশি, 
রোদ ছায়া, গ্রীষ্ম 
শীত, 
কাটিয়ে গেল প্রতি মুহূর্ত,যদি জানা 
যেত, তার স্বপ্নে, জীবনের 
প্রতিবিম্ব কি 
ছিল, 
সে এক জন, আনত পিঠ নিয়ে সমানে 
অনেক কষ্টে টেনে কলেছে 
রিকশা, গত সাঁঝে
নীচে পড়ে
আর উঠতে পারি নি, যদি জানা যেত 
তার হৃদয়ে ভোরের ছবি কি 
ছিল, সে এক অন্য 
চেহারা, 
আনমনা, নিরব ভাবে রেস্তোরাঁ তে 
কাজ করে অনেক রাতে 
সারাটা জীবন শুনে 
গেছে খিস্তি 
গালাগালি, যদি জানা যেত, তার মিষ্টি 
শৈশবের কিছু গল্প কি ছিল, 
ওই বৃদ্ধ প্লেটফোর্ম 
সংখ্যা ১৩,
 মাথায় বয়ে চলেছে বোঝা, বিভিন্ন রেলের 
ঠিকানা দিয়ে থাকে, একাই রইলো 
যদি কোনো দিন জানা যেত 
তার গন্তব্য কোথায় যে 
ছিল,
শহরে সেই নামকরা ঘিঞ্জি বস্তি, পুরাতন 
শনি দেউলের কাছে, মুগলিয়া 
মসজিদের লাগোয়া,
 সেখানে দেখি 
এক উত্পীড়িত  চোখ চেয়ে রয় অবিরাম 
পথচারীর দিকে, সেই বৃদ্ধার 
ফেকাশে চোখে প্রেমের 
অর্থ কি ছিল, যদি 
জানা যেত,
বৃদ্ধাশ্রমের সেই অজানা মুখ,হারানো হাসি 
কোঁচকানো রেখাযে বাঁধানো 
জীবন, যদি জানা যেত 
তার অন্তর্মনের 
গভীরতা,
যখন তুমি জীবনে প্রথম হাঁটতে শিখেছিলে,
যদি জানা যেত নিজস্ব ছাড়া 
দুনিয়ায় আরো চেহারা 
খুঁজে কিছু স্বপ্ন, 
বেঁচে থাকার অজুহাত,এক কচি হলুদ রাঙ্গা 
সকাল, স্নেহের শিশির বিন্দু 
এক ফালি খুশি.

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১১


জলের প্রতিবিম্ব 

জীবন ও মৃত্যু মাঝে, ছিল বৃহত অনুক্রম 

আবছা কিছু রেখায়, জীবনের

কড়চা লেখা কি এতই

সহজ,

ততচ, নিয়তির সেই পানপত্র গ্রহণ করেছি,  

আমি, পারদর্শী তরল - বিষ কি 

প্রতিষেদক, গোপনীয় 

পরিচয় ছিল তার 

হৃদয়ে,

জীবন খুলেছে সে দিন নবজাতক আঁখি, যে

দিন তুমি ভালোবাসলে, চৈতন্যতা 

জানতে চেয়েছে উপগ্রহের

 রহস্য, ওই স্পর্শে ছিল 

পুনর্জন্ম বিন্দু, জীবনের তাত্পর্য, সান্দ্র -

নিম্নরেখাঙ্কিত যেন ডহর কবিতা,

পদ্ম পত্রকে যেন জলের ঢেউ 

খেলানো প্রতিবিম্ব, 

-- শান্তনু সান্যাল 
 http://sanyalsplanet.blogspot.com/
painting by Shere Chamness

বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১১


হারিয়ে খুঁজে পাওয়া 

শাপলা শালুক ভরা সেই জলপাই রঙের 
স্থির জলে, বিকেলের আলোয়  ভাসে 
জারুল রঙ্গী ভালবাসা 
শুক্রতারা উঠে আসে বেগুনি আকাশে 
নিঃশ্বাসের উত্কলিত বলয়ে 
জীবনের অপূর্ণ কামনা 
খেলে বকুল গন্ধের সেই মন মাতানো খেলা  
অনেক অব্যক্ত কথা পড়ে রয় 
ঝরা ফুলের বুকে  
তবু ও হৃদয় এঁকে যেতে চায় বহুরঙ্গী পটভূমি, 
অশ্রুবিন্দুর তপনে ছিল কত 
যে সুপ্ত আবেশ, তার 
বন্য লতার রূপে জড়ানো সাধ, জানি ছিল না 
কোনো অপরাধ, ছাদের ভুবনে 
আঁধার নামার আগে 
জোছনার পরিধানে, জীবনের সেই স্পৃহা প্রদেশ 
জেগে উঠে ছিল, গন্ধরাজের অজানা 
চুম্বকীয় যেন সাম্রাজ্য,
সাগরের কোলাহলে হারিয়ে এসেছিল নদী, গভীর 
নিরবতা, উপেক্ষিত তীরের প্রান্তর 
অভিশাপিত একান্তবাস, 
অবসাদের পলিমাটি, তলানির স্বপ্ন, অশান্ত 
অন্তর্মনের উপত্যকা, ভাঙনের
ব্যথা, এখানেই তার পরিপূর্ণতার ছিল পূর্ণ বিরাম.

-- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.com/

সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১১


নিখোঁজ হতে চায় মন 

নিশিগন্ধার বউলের সেই সুপ্ত অভিলাষ, 
গন্ধ কোষে লুকিয়ে আছে যেন 
সৃষ্টির নব কল্পনা, প্রণয়ের 
গর্ভস্থ শিশু, নীহারের
বিন্দুতে দেখেছি তোমার মুকুলিত রূপ,
শরতের নীলাঞ্চলে কিছু ভবঘুরে 
শুভ্র মেঘ, খুঁজে চলেছে মন,
উপাস্থনার ভূমি, স্নিগ্ধ 
আলোর প্রহবণে ও 
জীবনের বালুকা বেলায়, তোমার সেই 
অপ্রত্যাসিত, অপরপ রূপে পূর্ণ 
অবতরণ, ঘুমন্ত ভাবনার 
জল তরঙ্গে, 
গুপ্ত প্রবাহের পুনরাবর্তন, তটভূমির
বুকে ভেসে চলেছে স্বপ্নের কুহেলি,
সিক্ত বাতাসে যেন মধুর 
উচ্ছ্বাস, ঘনিষ্ঠ 
পরশের পরিচিত আভাস, মন চায় 
হারিয়ে যেতে অরণ্য নদীর 
তীরে, ক্লান্ত, পরিশ্রান্ত 
জীবন হতে বহু 
দূর তোমার চোখের অন্দর মহলে !

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
     

রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১১


বিচিত্রদৃক্ যন্ত্র 

দাবার ছকে হারিয়ে যাওয়ার অর্থ ছিল 
তাদের স্বরচিত ভবিষ্যদ্বাণী
প্রতিহত ভাবনারা 
নিয়েছে 
পুনর্সপথ, সেই অজানা উপগ্রহের প্রাপ্তি 
ও উপভোগের সংকল্প পত্রে, শুধুই 
কি তাদের নাম ছিল !
ওই বিষম পথে 
হাঁটতে গিয়ে কিছু রক্ত বিন্দু ঝরেছিল 
নিলীন যাত্রীদের, সেটা হয় ত 
সময়ের প্রাচীরে গেছে 
মুছে, কিন্তু 
মৌসুম ভুলে নি, ডেকে আনবে ঝঞ্ঝার
হারানো নৈসর্গিক দিশানির্দেশ -
যন্ত্র, চুম্বকীয় ধারা, 
ঘনিয়ে আনবে 
আবার অভিমতের জং ধরা আকাশ !
ভাগা ভাগীর খাতার পৃষ্ট 
যদি যায় ছিঁড়ে -
ইতিহাস,
যাক, অগ্নিযুগের প্রজন্ম জানে লিখতে 
ভাগ্যের পুনর্লিখন, অধিকারের 
লুন্ঠন, ঐকান্তিক দাবি, 
তাদের জাদু-নলের  
স্বপ্নের সমাপন,
মানবিকতার নির্বাহন,উদ্বর্তনের মন্ত্র.

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/


শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১১


বংশানু 

কিলিমাঞ্জারোতে যখন নেমেছে হিংস আঁধার 
তাকে পেয়েছি প্রতিভাসিত চোখে, বুকের 
কাছে, আতঙ্কিত, বিপজ্জনক, 
নিরাপদ আশ্রয়ের পথ -
খুঁজতে, উদ্বিগ্ন !
এখানেই আমার মহীপতির আবেশোদয়, এক 
মহা সাম্রাজ্যের স্থাপনা,বহিষ্কৃত প্রতিদ্বন্দী 
এখন পলাতক,যাযাবরের দলে 
হয় ত যোগ দিয়েছে, 
নিরীহ শাবকের
তদন্ত, চন্দ্রোদয়ের আগে ঘাত, নিজস্ব বংশানুর 
বলাত রোপণ, একনায়কতন্ত্রের সূত্রপাত 
পঙ্গু ,নির্বল প্রাণিদের সংঘাত, 
প্রতিযোগীদের সমুল 
বিনাশ, এক ছত্র রাজত্ব, দিগ্বিজয়ের গর্জনা, সিংহ 
নাদ, আন্তভৌম শিকড়ের বিস্তার, মুখোশের 
উপরে প্রজাতন্ত্রের রং, নিশাচরী মায়া,
যারা অশক্ত,রুগী, তাদের জন্য 
করুণা নিধন, কে বলে 
তারা মাসাইমারা ত্যাগ করেছে, রাত একটু আরো 
গাঢ় হোক, শুনতে পাবে স্পষ্ট, চিত্কার ও 
শ্বাসরোধের আওয়াজ, আমি সহজে 
সিংহাসন ছাড়ব না, আমার 
বীজের বৃক্ষ এখনো পূর্ণ -
বয়স্ক হয় নি, রাত্রি অনেক বাকি, মৃগয়ার খেলা 
উন্মুক্ত ভাবে করবে উচ্ছন্ন, উধ্বস্ত, যদি 
পারো ডাক দাও লুকানো মুক্তির
 ভোর, কিংবা মহাপলায়ন,
কিন্তু যাবে যে কোথায় ?

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
   
   

শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১১


দীর্ঘ নিঃশ্বাস 

ভবিতব্যের দোহাই দিয়ে তারা বেশ 
হেঁটে গেছে, ফুটপাথের জগৎ,
গলির ওই বাঁকে যায় 
আলোর দুনিয়া 
নিভে, 
কাহিল, ক্লান্ত মুখের ভিড়ে দেখেছি বহু 
বার অদৃষ্টপুরুষের গোঙানি 
শঙ্খবেলায় নিঃশ্বাসের
মৃত্যু, সাঁঝের
ক্রন্দন,
শরতের চাঁদের পিঙ্গল বর্ণ, রাত্রির সে 
বিছিন্ন রূপ, নিঃশব্দ জীবন -
নদীর ভাঙন, ঘুনে ধরা 
সকালের ক্ষয়গ্রস্ত 
অনুরোধ, 
ঘামের বিশ্রী ঘ্রাণে ডুবানো সারটা দিন 
এই আবর্তনের বাহিরে চেয়েছি 
অনেক সময় বেরোতে 
পারি নি, চোখের 
নাগালে দাড়িয়ে রয় আমার খেপানো 
ছায়া, খবরের কাগজের গায়ে 
চা কাপের দাগ, উনুনের 
চেনা ঝাঁঝ, ময়লা 
গামছা, কালচে থলির অস্থিরতা, আরো 
কিছু চাহিদার অফুরন্ত ফর্দ, উদাস 
মুখের মৌন কাব্য, হাসির 
মাঝে মিষ্টি ফাটাল 
জানি না কত জন শিউলি ঝরার আনন্দে 
মুগ্ধ হয়ে কাটিয়ে যায় সহজে এই 
জীবন - - - 

- - শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১১


স্বপ্নের অঙ্কুরণ

বিস্ময়কর তার লাবন্যের আলো
ঝরে অনবরত ধুমকেতু সম 
মরুপ্রান্তর হইতে 
বর্ষাবনে,
নির্বাকভাবে পৃথিবী চেয়ে থাকে 
সৃষ্টির প্রপঞ্চের খেলা, এই 
ভাঙা গড়ার মাঝে 
অর্ণবের 
নীল মায়াবী জগৎ করে আহ্বান 
নেমে আসে নিশির গভীরতা
সকালের অনুগ্রহ কিরণ 
মন তুলে রাখে
 প্রেমের 
শিউলি, স্বপ্নের বহু রঙ্গক গুঁড়া 
বৃষ্টির গান, প্রাণ ভরা 
তোমার সান্নিধ্য 
শরতের 
ছোঁয়া, জীবনের নব পুনর্নিমাণ  
এই সমীকরণে  গাঁথা আচ্ছে 
সুখ দুঃখের রোদ ছায়া 
তোমার আমার 
হৃদয় তন্তু 
অসমাপ্ত পথ চলা,অপ্রত্যাসিত
ভাবে বেঁচে থাকার
মহা সংগ্রাম - - - 

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
  

বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১১


এক মিষ্টি হাসির বদলে 

অনির্দিষ্ট, অপরিসীম  ছিল গন্তব্য 
অথচ পৌঁছিয়ে গেলাম অনন্য দ্রোণীর 
পরিসরে একদিন, সেই দিব্য গোচরে,
 জীবনের বাস্তবিকতা করেছি 
গ্রহণ আমি, এখানে প্রত্যেক জিনিস 
ছিল ঢালানো সমবেদনার একক রঙে -  
প্রেম ও বলিদানের পথে, অপ্রাসঙ্গিক 
সমস্ত মুখভঙ্গি, শুধুই দেখেছি প্রসারিত 
হাতের ভাবনা, আলিঙ্গনের আকুলতা,
জড়িয়ে ধরা যন্ত্রণাময় আত্মীয়তা,
স্নেহে ভেজানো তুলোর টুকরো,সম -
পরিহিত ব্যথার বেদনা,বুঝতে চেয়েছি 
আহত মুখের মৌন ভাষা, কোথায় যেন 
এখনো আশার কিরণ খেলে যায়,
নদী পাহাদের খেলা, তুলতে চায় মন 
ঝরিত অশ্রু বিন্দু, করতে চায় হৃদয় 
অহংকারের পরিত্যাগ, এক মিষ্টি হাসির 
বদলে সারা জীবনের উপলব্ধি ! সাহারার 
বুকে লুক্কায়িত কন্টকময় প্রসুন, 
পরাগের সন্ধানে যাযাবর প্রজাপতির 
ঝাঁক, মেঘের শামিয়ানা, মরিচিকার 
পথে জলের উল্লম্ফন, আদরে জীর্ণ
 সময়ের জড়িয়ে ধরা, খুঁজে মন এখানে 
কোথায় হারানো ভালবাসা, মানবিকতা !

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/


মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১১


শব্দহীন  গভীরতা 

ভোরের অনেক আগে কিছু ফুল পৃষ্ঠ তলে 
ঝরে গেছে শব্দহীন, নীল হ্রদ অবাক চেয়ে 
রইলো আকাশের  বিস্তীর্ণ রমরমার জগৎ! 
যামিনীর বন্য বিথির অনুগমন, সংকেতের 
লিপি, লুকিয়ে রইলো পিরামিডের বুকে,
আমি দেখেছি তোমায় দীর্ঘকাল হতে, ওই 
কাষ্ঠ সেতুর গায়ে হেলান দিয়ে, এক লয়ে 
তুমি চেয়ে আছ, সুদুর অজানা উপগ্রহ,
পুলের নিম্ন ভাগের আলোকের প্রবাহ, বহে 
চলেছে চিরন্তন, খুঁজতে যেন স্বপ্নের ইহলোক !
কল্পনার সেই আবরণের বাহিরে তোমার,
আঁখির সেই অদ্বিতীয় বাসনা বলতে চায় 
অনেক কিছু, আত্ম ভোলানো মুগ্ধতা, নব 
সংরচনার ইতিহাস, শব্দহীন গভীরতার 
সেই প্রহেলিকা, উদ্ভাসিত যেন উরগ মণি,   
সময়ের হাতে রয়েছে সিদ্ধান্ত, বিজয় -
পরাজয়ের গাথা, অনন্ত প্রেমের পরিনিতি !
এখানেই মানব নির্মিত দর্শনের সমাপ্তি, জন্ম 
মৃত্যুর বিতর্কিত নিষ্ঠুরতার অন্ত, দুই 
হৃদয়ের মিলন বিন্দু, নবীন ক্ষিতিজের 
উদয়, মানবীয় ক্রম বিকাশের পুনরাবৃতি,
সৃষ্টির পঙ্কোদ্ধার, বিরল শতদলের প্রস্ফুটন !
মনের সংকুচিত দ্বারের উন্মুক্ত খোলা, পূর্ণ 
জাগরণ,আঁধারের পরিপূর্ণ সমর্পণ, জীবনের 
অঙ্কুরণ, ধর্ম বিধর্মের আরত্ত  মানবিকতা,
স্বার্থবিহীন ভালবাসা, মন ও আত্মার শুদ্ধি !
অহং সর্ব  মুখে নিরাকার ব্রহ্ম পশ্যামি র 
অক্ষয় ভাবনার পুনরোদয়,অগ্নিপরশের পথ !

-- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.com/
   



সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১১


গুপ্ত অনুবন্ধ 

রাত্রি নামার পূর্বে 
অভিযোগ কিংবা খেদের 
কোনো কথাই ছিল না, 
নিজস্ব প্রণীত অগ্রাধিকার তালিকায় 
হয় ত আমার নাম ছিল না, 
পুরাতন আবেশে পুনর্লিখন কর না,
শুন্য প্রত্যাশা শ্রেষ্ঠ সন্তুষ্টি 
উপস্থিতি কিংবা অনুপস্থিতি উলেখ্য 
যোগ্য নয়, কর্তব্যবোধ নৈসর্গিক 
পথে আপন সঞ্চালিত, সৃষ্টির নিয়ম 
স্বকৃতি জীবন্ত অথবা কৃতিম 
সর্বদা জড়িয়ে থাকে মায়াবী বুকে -
বর্ণহীন, গন্ধহীন, শুকনো  প্রসূন কেউই 
ভালবাসে না, এটাই মানবিক 
প্রবৃত্তি, ভিন্ন গন্তব্য স্থান, নতুন সম্বন্ধের 
অনুসন্ধান, তরল  নিম্নগামী -
বাশ্পিকৃত অশ্রুজলে সে থামে না, নিরন্তর 
প্রবাহিত, নব দিগন্তের পথে 
জীবনের চাকা ক্রমাগত ঘুরন্ত লয়ে
এই নিদ্রালু এবং ক্লান্ত সন্ধ্যায়
ছায়ার চেহারা জীবনের চেয়ে বড় হয় উঠে 
ভাগাভাগি  ছিল সীমিত --- কত প্রাপ্তি
অথবা  শুন্যতা, হিসাব ছিল অর্থহীন
পরবর্তী মুহুর্তে কি যে ঘটবে 
কেউ কি তা জানে,স্মিত তুলিকার 
রং চায়ে না শুকিয়ে যেতে, জীবনের পটভূমি 
এখনো রয়েছে ফাঁকা, 
ভালবাসার মরুদ্যান এবং 
ভূমিগত জল স্রোত, করে আছে অনন্ত সন্ধি !

-- শান্তনু সান্যাল


http://sanyalsplanet.blogspot.com/




রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১১


অনন্তকালস্থায়ী সংবেদনা 

পুষ্পপত্রের স্নায়ুতে লেখা ছিল
প্রেমের পরিবেষ্টিত আত্ম -
কথা, তার গোপন 
শপথের মালা 
আমি আজ ও খুলতে পারি নি,
অশ্মীভূত রয়েছে সে 
দিনের বৃষ্টিতে 
ভেজা দেহের আত্ম মন্থন, ভীরু 
উপস্থাপন, না কোনো 
ভাবে -
তা আজ ও ভুলতে পারি নি, 
তার প্রশ্নের গভীরে ছিল 
প্রশ্নের শ্রঙ্খলা, মুক, 
নির্বাক মুহুর্তে 
সে জানিয়ে গেছে জীবনের মূল্য !
শরীর ও হৃদয়ের মাঝ খানে
 টেনে অলক্ষিত রেখা 
পরিসরের 
আস্থা, ভালবাসার সংজ্ঞা, বিভাবের 
শুচিতা, হাড় মাংসের উপরে 
রেখে গেছে মনের স্বীকৃতি,
যেন পা পিচ্ছ্লিয়ে 
পড়ার আগে,
সাঁকোর জগতে পা দেওয়া, খালের 
ঘোলাটে জলে পারদর্শী হয়ে 
ওঠা, মর্যাদার অবস্থান,
এই বিন্দুতে অনন্ত 
প্রণয়ের সৃষ্টি 
তপ্ত মরুভূমির বৃক্ষে জীবাশ্মের উঠে 
আসা, এখানেই ভালবাসার 
উন্মেষ, পরিত্যক্ত 
বীজের 
অঙ্কুরোদ্গম, শাশ্বত পথে হেঁটে যাওয়া !

-- শান্তনু সান্যাল 
 http://sanyalsplanet.blogspot.com/
  

শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১১


প্রেমের পরাকাষ্ঠা 

জাদুময় তার অন্তিকে খেলে যায়
ফেনিল হৃদয়ের তীরভূমি 
নীল সবুজের ঢলে
জীবনের অশান্ত তরণী লিখে রয় 
প্রণয়ের তরঙ্গিত লিপি, 
নির্নিমেষ চোখে 
রাত্রি নামে পারাবারের গভীরতম  
নিলয়ে, তোমার অন্তরঙিয় 
গন্ধে উঠে, স্বপ্নের 
কস্তুরী ভেজানো কোমল ভালবাসা,
অস্পর্শিত ভাবনা চায় খুলে 
দিতে অন্তর্মনের
কারাগার, উন্মুক্ত আকাশে উড়ে
যেন চলেছে অভিলাষী মরাল 
যুগল, মুক্তির পথের 
ঝরে জীর্ণ পল্লব, কিশলয়ের ডগায় 
শিশির বিন্দু, মন চায় ধরে 
রাখতে উড়ন্ত শিমুলের 
তুলো, জোছনার 
মিহি গুঁড়া, জোনাকির ক্ষীণ আলো !
এই মুহুর্তে যেন নদীর ভাঙন 
গড়ে যায়ে নতুন কিনারা,
ডুবে চলেছে 
বাবলা বনের পরিত্যক্ত বন্ধ্যা ভূমি 
জীবনের সমস্ত আবর্জনীয়
অবসাদ, হিংসা, 
বিষমতার উপগ্রহ, এই ক্ষণে জীবন 
চায় বিলুপ্তির পথ, প্রেমের 
পরাকাষ্ঠা, সত্যের 
মৌলিকতা !

-- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.com/

শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১১


ঝুলন্ত স্বপ্নিল শিকড় 

প্রহসনের উপসংহার, হাসির ডেউ ভাসিয়ে

নিয়ে গেছে সুদূরে, মনের অধঃক্ষেপিত মাটি !

ভাঁড়ের নৌকা ডুবলো যখন তীরে,চারদিকে

ছিল শুন্যতা, বৃষ্টি কি অশ্রু ঝরেছে বলা -

মুশকিল,ঝুলন্ত বট শিকড় ছাড়া সেখানে ছিল 

না কিছুই, ঘাটে এখন চির নিরবতা, শান্তি !

জীবনের সেই উচু নিচু সংকীর্ণ পথে, সাঁঝ 

নামে অহরহ, দিয়ে স্বপ্নের খেলনা, ফিরে যায় 

আম্র্কুঞ্জের পথে, বাঁসবন ডিঙিয়ে জোনাকির 

দেশে, অজানা আঁধারের সেই ভিটায়, হয় ত 

রাতজাগা পাখিরা নীড় বাঁধে, কোরাসে গান 

ধরে, প্রেমের খেলা করে, চন্দ্রোদয়ের আগে, 

রঙ্গভূমির আলো নিভে চলেছে ক্রমশঃ, ক্লান্ত 

মুখে তুমি চেয়ে আছ আমার দিকে, আবেশহীন

চোখের  রঙিন কাচ, ভাঙতে চায় না কোনই 

ভাবে, ব্যথিত হৃদয়ে তোমার পূর্ণ সমর্পণ, রাখে

বাঁচিয়ে জীবনের প্রহসন, মিথ্যা কৌতুক, 

মধুর বিহানের  আশা, আমি হাত বাড়িয়ে ছুঁতে 

চাই ঝুলন্ত স্বপ্নের উদ্ভাসিত শিকড়, পল্লব, শাখা !

-- শান্তনু সান্যাল


   http://sanyalsplanet.blogspot.com/

বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১১


মিমাংসার পথে 

কল্পনার তুলিতে আঁকা সব ছবি 
সে সুন্দর হবে জরুরি নয় 
অনেক সময়ে অসুন্দরের মাঝে 
মৌলিক মাধুর্য্য থাকে লুকিয়ে,
ভালবাসার অনুভূতি বড়ই গভীর 
পেঁচানো, ঘুর্নিজলে ঘুরে অদৃশ্য 
অনুরাগের অণু পরমাণু অহর্নিশ ,
নক্তের নীল সমুদ্রে উঠে 
ভাবনার অসংখ্য আবেশিত তরঙ্গ,
কিছু বিলীনতার মুখে কিছু 
হাঁপিয়ে খুঁজে সৈকতের তপ্ত বালুচর,
বিশাল তটভূমি, কিছু করে 
সন্ধিযুক্ত যাপন , পাষাণী সমর্পণ -
অবাঞ্ছিত গ্রহণ, জলীয় উদ্ভিদ, শৈবাল,
জীবনের পার্শ্বে গত ছিল এক দিন 
উর্বর জলাভূমি, জলমগ্ন কমল বৃন্তজাল,
রঙ্গীন আকাশের প্রতিবিম্ব, অরণ্য 
ছায়া, গিরি শৃঙ্খলা, বন্য পিপাসা, সাঁঝের 
তাগিদ, নিঃশ্বাসের কুহেলি, মহুয়া গন্ধ  
সেই রহস্য রোমাঞ্চের জগতে নীম ও ছিল 
হাতের কাছে, আঁধারের প্রস্তরে 
জোছনার  লেপন ছিল অনুগ্র, হালকা -
নিশিগন্ধার শুভ্রতার মাঝে ভেসে উঠেছিল 
লালিমার অংশ,অনিচ্ছায় অনেক 
সময় মন ছুঁয়ে যায় পুরাতন ঘায়ের দাগ,
তিতা গন্ধ লাগে বড়ই নিরীহ, কাছের 
মানুষ, জীবনের স্বাদ গ্রন্থী গুছিয়ে নিতে 
চায় সংবেদনা, নিজের মতন বাঁচতে  চাওয়া,
দুঃস্বপ্ন, দুর্বলতা, কুরুপতায় ঢালে 
যবনিকা, অন্তর্মনের শিল্পী জেগে রয় সারা 
রাত, চেয়ে থাকে বিকৃত মুখের 
অভিব্যক্তি, নৈসর্গিক  বুকে  খুঁজে 
জীবনের সৌন্দর্য্য, রঙও রূপ বিহীন 
প্রতিমার  পরশ, নিরাকার আলিঙ্গন !
মন্ত্র মুগ্ধতা, আত্মতুষ্টির পথ -
বাস্তবিকতার বিরুদ্ধে যাওয়া 
এত সহজ নয়, স্বীকারোক্তির সুরে 
জীবন করে প্রতি পদে আপস  মিমাংসা,

-- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/


বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১১


বিগত রাত্রি 

কি ভাবে বলি যে
অতিবাহিত যামিনী
করে গেছে জীবনের বিথী, 
কুহকের রেশমে, উদ্ভাসিত জড়ায়ে,
নীলাভ অঁচল, ঝরেছে উন্মুক্ত
অচ্ছ সমাহিত, উন্মাদিত 
রূপে, উচ্ছৃঙ্খল আলোর 
বান, দিক দিগন্তে অবারিত ছড়ায়ে, 
তোমার স্পর্শের চিত্রলিপি 
ছিল নিগূঢ়, পড়তে 
পারি নি সারা টা 
জীবন, হৃদয় নিরুদেশ্য ধেয়ে যায়ে,
বিভ্রান্তির আকাশগঙ্গার তীরে 
জানি কত রবি শশি যায় 
ডুবে, তবু সেই 
মৃগজলে,আমি আছি হাত বাড়ায়ে !
সকালের কচি বয়স ছিল ক্ষণিক
ঢলে যাবে দিবাসান্তে জানি 
সমস্ত সম্মোহনের পাশা,
এখানেই খুঁজি -
পুনর্জন্মের মন্ত্র, মেখে প্রেমের ভষ্ম গায়ে,

--- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

  

মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১১


এক রাত্রির অভয়দান 

পরিমিত ছিল জীবনের চাহিদা
ভাবনার বৃত্তে শুধুই 
দেখেছি,
অল্প সামান্য, আশা নিরাশার 
আলেয়া, ক্ষুদ্র বিনিময়
ক্ষিতিজের অনুপ্রস্থে ও আছে 
বৃহৎ ভিন্ন পৃথিবী,
সজাগ নীলিমা,
ভাসন্ত
মহাসিন্ধু, সপ্তরঙিয় উর্মিমালা,
বুঝিয়ে গেছ সে দিন তুমি 
অনুঘটক দৃষ্টি তে,
উলাহনার সুরে,
ব্যঙ্গের বাণে,
তিক্ত ক্রমিক বিকাশের দাবি !
জানি না কিন্তু --
অহংকারে 
আন্তরিক আঘাত, দর্প চূর্ণ করে 
গেছে যেন পুরাতন 
খনির প্রস্তর 
ভেঙে
উঠে ভূমিকম্পের পূর্বাভাসে,
কাপুরুষ ও পূর্ণ পুরুষের 
মধ্যি খানি  যেন 
অদৃশ্য রেখা,
গড়ে পরিভাষা, নব প্রজন্মের 
বাসভূমি, নদী, পাহাড় 
দেবালয়,চায় বেঁচে 
থাকার অধিকার,
ছিন্ন ভিন্ন 
আরশি করে প্রশ্ন 
অস্তিত্ব, সম্মান, সংস্কৃতির ভাঙা
 চিরকুট, স্বাধীনতার অর্থ 
নেমে আসে মুহুর্তে 
ক্রুসবিদ্ধ 
ধরাতলে,
অন্ন ছাড়া ও জীবনে অনেক কিছু 
চাই, আমি একাকী তুলি 
প্রতিবিম্বের টুকরো,
দীপ নিয়ে 
কম্পিত হাতে রেখে আসি ক্ষীণ 
সাঁঝের আলোয়, মন্দির 
সোপানে, তোমার 
প্রণয়ের তুলসিমালা, 
শুধায় বন্দ দ্বারের রহস্য 
দেবতারা এখন শয়নে, শিউলি 
ঝরে আপন মনে, বলি দাও -
এক রাত্রির অভয়দান ! 
-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/  

রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১১


ফিরিয়ে দিতে চাই না 

অনেক কাছে এসে চূর্ণ মেঘ 
ছুঁয়ে গেছে ত্বক হতে 
হৃদয়ের পলকা 
প্রদেশ,
জানি উড়ন্ত আবেশ ছাড়া 
তোমার আপন কিছুই 
ছিল না,
হাত গুটিয়ে পাহাড়ের সেই 
উচ্চ বৃষ্টিছায়ার 
সীমান্তে 
একাকী দেখেছি তোমায় উড়ে 
যেতে, সুদুর চিড় -
 পাইনের 
উপরে যেন দিশাহীন ঘুঁড়ি -
দোল খেয়ে চলেছে 
লযবদ্ধ,
কাণ্ড হতে গোড়ার অভিমুখে,
ক্ষুদ্র নদীর ক্ষনিক 
চুম্বনে,
নদী উপত্যকার সেই তির্যক
আবর্তে, জিরেন লাগি 
ভুলে এসেছ
আভ্যন্তরীণ বস্ত্র, লজ্জা, পরিচয় 
জীবনের অর্থ, উঠতে 
পারো নি বনের 
ঠাড়মোড়,
শ্যাওলা যবক মাখা শৈল শ্রঙ্খলা,
ভারসাম্য হারাবার ভয়ে 
বাড়িয়ে ছিলে 
হাত, 
অদৃশ্য কোনো প্রভুসত্তার দিকে,
সেই সূর্যের জরাগ্রস্ত 
আলোয়, টের
পাওনি মনের অক্ষুন্ন প্রতিভাস !
সরু জল স্রোত পার 
করতে গিয়ে 
নিরুপায় চেয়ে ছিলে মুক সাহয্য,
সেই তারল্য মুহুর্তে, জড়িয়ে 
ধরার সহজ বৃতি, 
ভাসিয়ে 
তুলেছে তোমার প্রেম, জীবনের 
অনাম সন্ধিক্ষণে দেখেছি 
ভীরু চোখের ঘুম 
মোহভঙ্গের 
সমাধিস্থ মানুষ, কেশ মুঞ্চিত মুখ 
সংকুচিত, ভয়ার্ত নিশাচরী 
বিহগ,পথ হারানো 
যাত্রী, খুঁজে 
শুধুমাত্র, এক রজনীর পান্থশালা,
কড়া নাড়ার শব্দে আমি 
আত্মসাত করি, 
জীবনের বিষাক্ত অনুভূতি, পেরিয়ে 
চলেছি সর্ব  বিষ বাধা !

-- শান্তনু সান্যাল  


http://sanyalsplanet.blogspot.com/