রবিবার, ২৭ নভেম্বর, ২০১১


কুয়াশাচ্ছন্ন আকাশ পথ 

এত কাছে সে রয়েছে, নিঃশ্বাসের তরঙ্গে 
দেহের ঊষর জমি টেনে রাখতে 
চায় মেঘের পরিপূর্ণ আর্দ্রতা,
শ্রাবণের অবাধ বর্ষণ,
তবু যেন মনে হয় 
ঘোলাটে 
আলোয়, হৃদয়ের মাঝে, জর্জর সাঁকোর 
প্রান্ত স্তম্ভ হারিয়ে চলেছে ক্রমশঃ 
পায়ের মাটি, স্পন্দনের
সেই চিত্র লেখে 
আমি ধরে 
রাখতে 
চাই প্রাণপণে তার বিস্ফুরিত ভালবাসা, 
কম্পিত আলেয়া ধীরে ধীরে গ্রাস 
করে চলেছে দেহের অধিকাংশ 
ভাগ, এই ভাবে গ্রহনের 
প্রচ্ছায়া মোহিত করে 
থাকে জীবনের 
গ্রহ উপগ্রহ,
তার অন্তিকে সারা রাত, নির্বাক পড়ে থাকে 
প্রণয়ের গভীর আগ্নেয়গিরি,অর্ধ সুপ্ত 
অর্ধ জাগা, তার সংকেতে ওঠে 
অগ্নিশিখা কখনো অনুগ্র 
আবার অনেক সময় 
বিস্ফোরণশীল,
শিশির বিন্দু 
কিংবা
শেষ প্রহরের ছিঁটে ফোঁটা সেই দহনে যায় 
হারিয়ে, যেমন বিহানের কুয়াশা   
ঢাকা ক্ষিতিজে, সূর্য্য খুঁজে 
পায় না আকাশ পথ, 
তার অন্তরঙ্গে 
আমি খুঁজি 
অস্তিত্বের অর্থ, প্রেমের পরাকাষ্ঠা, পুনর্জন্ম !

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন