রবিবার, ২৭ নভেম্বর, ২০১১


রিক্ত অঞ্চল যখন আকাশ 

সেই গুহার ভিতরে গুহার অনুক্রম অশেষ 
নিয়ে চলে অন্তভৌম পথে নিরন্তর,
নজিরবিহীন জগতে, জানি 
মরিচিকার ওই কল্পিত 
বিন্দুর বিম্বে তুমি 
হাসো উন্মুক্ত 
ভাবে, 
নিশীথ রাতের নিরবতা ভেঙে, ফেকাসে 
চাঁদ হটাত তখন উজ্জ্বল, আমি 
ভুলতে চাই, সমস্ত জয় 
পরাজয়ের আকলন,
ঘাত প্রতিঘাতের 
তীব্রতা, প্রেম 
ও ঘৃণার 
সেই 
সূক্ষ্ম বিভাগ রেখায়, তোমার স্পর্শ রেখে 
যায় চুপি চুপি কিছু তাম্রবরণী ফুল 
নকল কি আসল, ধরা মুশকিল, 
কিন্তু জোছনার আলোয় 
তারা হয় উঠে
রজতনিভ, 
তখন দেখি হৃদয় সেজে চলেছে একছত্র 
অধিপতি, তুমি বাড়িয়ে চলেছ 
দুই হাত নিয়ে কৌস্তুভ মণি
খচিত কিরীট, সেই 
অভিষেকের 
লগনে 
জীবনের সাম্রাজ্য  ভরে চলেছে মরুভূমির 
শুন্যতা, অনুর্বর, পরিত্যক্ত ভূভাগ 
ভিজে চলেছে ভাবনার মেঘে, 
আমি তখন চির ঋণী 
চোখে চেয়ে রয়েছি 
অবাক তোমার 
প্রতিদান, 
আমার রিক্ত অঞ্চল হয়ে উঠেছে অকস্মাত 
তারক ভরা নীলাকাশ !

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Artwork of Karen Ku - Dany's Flowers

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন