মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১১

নির্বিকল্প বিন্দু 

জীবনের দিনলিপি আবদ্ধ রয়েছে কিছু সিক্ত 
পৃষ্ঠা, সাবধানে হাত দিও মনের জগতে,
এই মাত্র শিখেছি আমি হাসতে, কিছু 
ক্ষণ থাকুক স্বপ্নের ঢুল, নিশিপুষ্প 
ফুটুক পরিপূর্ণ ভাবে, সবে 
সংজ্ঞাহীন ভাবনারা 
শিখেছে দাঁড়াতে, 
ভাববিলাসী 
সাঁঝে, 
মন চায় হতে রুপান্তরিত, তোমার শর্তে !
দেহ ও প্রাণ ছাড়িয়ে এখানে মন 
চায় যেতে সুদূরে, প্রেমের 
সেই নির্বিকল্প বিন্দু,
উপরোক্ত -
অমরতা,
চিরশান্তির ধরাতলে,নতুন জীবনের আশায় !

--- শান্তনু সান্যাল 
 http://sanyalsplanet.blogspot.com/ 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন