মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১১


অন্তঃ করণ 

আছে অনেক বান্ধ্য ভূমি, অর্ধ বিকশিত জীবন !
বহু ঝুলন্ত ঘুড়ি বাবলা গাছের শাখায়, 
আমাদের সম্পর্ক হয় ত ছিল মাত্র 
সাময়িক, সম্ভবতঃ যাকে 
অনুভব করা যায় 
কিন্তু দেখাটা 
মুশকিল, 
দেহের বাহিরে বেরিয়ে ভাবনা হারিয়ে না যায়,
জীবন এখন ও অজ্ঞাত, অনেক কিছু 
জানা বাকি, অনুভব করা ও
অশেষ,তুমি সেই গন্তব্য
 যেখানে আওয়াজ  
পৌঁছিয়ে ফিরে 
আসে যেন 
সই করে,
মন চায় সজল মেঘের অণু হতে, ওই বিবর্ণ 
পাপড়িদের সঙ্গে আছে পুরাতন সন্ধি,
প্রতিবদ্ধতা, সংবেদনার অনুবন্ধ,
মানবিক চুক্তি, আমি চাই না, 
এই প্রেমের সন্ধি বিগ্রহ, 
এটা সত্য যে এখনো 
নিঃশ্বাসের ঢেউ 
ওঠে অধীর 
ভাবে 
জানি না কার জন্যে, কিন্তু এটা ও জরুরি নয় 
কি সেই লোক তুমি, সম্মুখের এই দর্পণ,
চেয়ে থাকে এক দৃষ্ট, দিবা নিশি, সে 
পর নয় আমার অন্তঃকরণ, পদে 
প্রতি পদে করে যায় আমায়,
আবরণ বিহীন, ছুঁয়ে 
যায় মনের তল 
প্রদেশ - - - 

- - - শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Acacia Tree Fine Art Print - Michael Vigliotti

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন