বুধবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১২


মায়া ভরা চোখ 

চুনিরঙ্গী  আকাশ, সূর্য্য ঝুলিয়ে গেছে যেতে যেতে 
কিছু মেঘের আলখিল্লা, বয়ে যায় বাউলিয়া 
বাতাস, শহরতলীর  ট্রেন ঝাঁকিয়ে 
গেছে  পুকুর পারের কলমির 
গন্ধ, মন  বসে আছে 
একাকী যেন 
পথহারা 
যাত্রী, 
সুদুর  দিগন্তে যেখানে মিলে যায় রেলের দুই 
সমান্তরাল  ট্র্যাক, জীবন করে সন্ধান 
হারানো  সুরের স্বরলিপি, কিছু 
স্বপ্নের মন্ত্র, জীবনের 
অজ্ঞাত সুখ, 
তোমার 
ফিরে চাওয়ার সেই মায়াভরা দুই জীবন্ত চোখ.

-- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/



প্রাঞ্জল আলোর মোহে 

রাতের বয়ঃসন্ধিকাল যত  পলকা অতই অধীর,
মন্থরভাবে জোছনার  জোয়ার  নির্জিত করে
চলেছে  মায়াবী আঁধার, সেই আলো 
ছায়ার খেলায় অভিনব সৃজন, 
নিঃশ্বাসের  বিনিময়, দেহ 
ও প্রাণের আদান 
প্রদান, সুপ্ত  
বীজাণুর গায়ে গুটিয়ে চলেছে কচি পাতা, দ্বি -
প্ররোহের  উত্পত্তি, যুগল নয়নে স্বপ্নের 
বসুধা, খুলে দিতে চায়  সৃষ্টির 
পুষ্পাচ্ছাদিত  বীথিকা,
সেই বিরল 
মুহুর্তে
জীবনের সঞ্চার, প্রাণবায়ুর প্রসার, যুক্ত 
অধর হতে বহুবর্ণী মুক্তার  আবিষ্কার, 
প্রাঞ্জল  আলোয় অমর প্রণয়ের 
পূর্ণপরিণতি, নৈসর্গিক 
মিলনের সেই 
স্রোতে 
ভেসে যায় সম্পূর্ণ  ব্রহ্মাণ্ড, ত্রিলোকের  অজ্ঞাত 
রহস্য ও রোমাঞ্চ - - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
 Leah Piepgras  gallery  - Soul mates


মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১২


শৃঙ্খলিত বিভাব

ঝরে কোথা হতে মিহি আলোর কণিকা,অনুমানের 
বাহিরে সেজে চলেছে আবার ব্যথিত সন্ধ্যা, 
জানি না কে রেখে গেছে ওই বিস্মৃত 
ঢিবির উপরে স্ফুরিত আবেশ, 
ছুঁতে চায় জীবন নিবন্ত 
অঙ্গার, পুনরায় 
জাগে সুপ্ত 
দহন, 
কার ডাকে ফিরে ফিরে চায়, পলাতক বসন্তের 
সজল আঁখি, ঝরতে চায় না কিংশুক
কুসুমের শাখা, ধরে রাখে বুকের  
মাঝে কে যেন ভোরের স্বপ্ন, 
যদিও মৌ মাখা সকাল 
গড়িয়ে গেছে বহু 
দূর ক্লান্ত 
সাঁঝের প্রান্তরে, প্রণয়ী মায়া চাহে না বিভাগ, 
কার শৃঙ্খলে থেমে রয় সময়ের পদক্ষেপ,
অভিমন্ত্রিত যেন দেহের ঊষর
ভূমি কে ছড়িয়ে চলেছে 
অদৃশ্য হাতের মৃগ -
জল, মনের 
দর্পণে
ভেসে উঠতে চায় কার ঐন্দ্রজালিক অপূর্ব 
প্রতিচ্ছায়া - - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/



সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১২


প্রতিশ্রুতির ভিজা পৃষ্ঠ 

ওই যে ফেরারী স্বপ্ন, ঘুরে বেড়ায় পুকুর পারে, 
সবুজ মাঠে, দিয়ে যায় শিস অবিরাম 
উঠোনের ধারে, কাঁচা  ধানের 
গন্ধে ভরে রাখে মনের 
আবছায়া ভোর, 
ধরা দিতে 
চায় না সে যেন উড়ে রয় রেল পথের উপরে, 
পৌঁছিয়ে যায় শাল মহুয়া বনের পরক
প্রান্তে, বসে রয় একাকী শুকনো
নদীর দ্বীপে, চেয়ে রয় 
পাতাঝরার দৃশ্য, 
লিখে রাখে 
বুকের মাঝে বসন্তের স্বরলিপি, খুঁজে বাঁশের 
বনে দহনের ব্যথা, করে শ্রাবণের
উপাসনা আদিম গুহার মুখে, 
সাজিয়ে যায় নিশীথ 
রাত মাকড়সার 
জালে কিছু 
শিশির বিন্দু, সে ফিরে আসে নিয়ে কিছু নতুন 
অনুভূতি, নিরব নিঃশব্দ পায়ে আবার 
রেখে যায় কিছু স্নিগ্ধ চুম্বন নেত্র 
পল্লবের গায়ে, আস্তে আস্তে 
চোখ খোলার সঙ্গে 
শিস যায় দুরে 
হারিয়ে, প্রতিশ্রুতির  ভিজা পৃষ্ঠ উড়তে 
চায় বিহানের মৃদুল বাতাসে - - 

-- শান্তনু সান্যাল

 PAINTING BY THOMAS MORAN 

নায়িকার দর্পণ

বড়ই  সাধের সে মানুষ কাঁধে হাত রেখে নিয়ে
চলে সঙ্গে তার অনেক দূর পর্যন্ত, অশেষ 
পথ, দুই ধারে ঝিমন্ত বনানীর গায়ে
ঝুলে আছে আরোহী জোছনা, 
সেই নীল প্রতিফলনের
আলোয় দেখি সে 
তুলে আনতে 
চায় 
রুপালি বন্য কুসুমের বৃন্ত, কুড়োতে চায় ঝরা 
স্বপ্নের সোনালী পালক,"না যেও না -- "
তাকে হারিয়ে ফেলার ভয়ে, হাত 
টি ধরে রাখি, বারে বারে 
অনুরোধ করি কিন্তু 
সে শুনে না, 
পরিশেষে দেখি সে হাত টি ছাড়িয়ে সহজে চলে 
গেছে আকাশ গঙ্গার অপর মহাকাশে, 
যখন হুঁশ ফিরে আসে, নিদ্রালু 
চোখে দেখি আবছায়া 
পথে ঝরে আছে 
জীর্ণ পাতা, 
ফুলের কোনো হদিস নাই দুরে দুরে, শুধুই 
দিগন্তের বুকে ভেসে চলেছে, উষ্ণ 
সাদা মেঘ, পল্লব বিহীন 
তরু সারি সারি, 
ফাটল ভরা 
ঝিলের 
গর্ভে স্বপ্নের অস্থি পিঞ্জর, নির্জলা প্রতিবিম্ব, 

-- শান্তনু সান্যাল  
 http://sanyalsplanet.blogspot.com/
mirror - painting by  Ida Łotocka

রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১২


ফিরে যাওয়া পদধ্বনি 

বারান্দার ওই অলক্ষিত কোণে পড়ন্ত দুপুরে 
ছড়িয়ে থাকে কৃষ্ণ চূড়ার ছায়া, সেই 
পাখিদের আড্ডার মাঝে উঁকি 
দিয়ে যায়ে শীতকালের 
ছোঁয়া, কিছু কাছে 
থাকার গল্প, 
কিছু দুরে যাওয়ার অভিমান, জীবনের 
সেই রেশমি কশিদায় লুকিয়ে রয় 
নানান স্বপ্নের ক্রস সেলাই, 
অদৃশ্য মসৃণ হাতের 
স্পর্শ, যেন 
এই মাত্র কেউ  ঢেকে গেছে কাশ্মিরি শাল, কান 
পেতে রয় মন, বুঝতে চায়  শালিকের 
ভাষা, পাখার  ছটফটানি, হঠাৎ
হারিয়ে যাওয়া মিহি জালের
ছায়া শুধায় গ্রীষ্মের 
সূর্যাস্ত, উড়ে 
চলেছে  সুদুর দিগন্তে  পাখিদের ঝাঁক, পড়ে
রয় উদাস আলোচনা সভার চত্বর, 
চেয়ে থাকে জীবন ঝলসানো 
দিনের হাঁপানি, স্মৃতির 
শাখায় ভরে 
চলেছে কিছু জোছনার আলোকিত কুঁড়ি -
হয় ত বসে থাকবে একাকী স্বপ্ন,
 চেয়ে রবে কিছু পাখিদের 
পায়ের  ছাপ, প্রেমের 
ফিরে যাওয়া 
পদধ্বনি!

-- শান্তনু সান্যাল 
Megan's Bird Painting 




বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১২



ক্ষণিক
 সংযুক্তি
সংক্ষিপ্ত রাত ! অনেক কিছু বলার ছিল যদি
শুনতে, জীবনের কিছু নগ্ন পরিদৃশ্য
এখনো ঢাকা আছে সময়ের ঘন 
অন্ধকারে, যদি দেখতে !
জানতাম সে শুধুই 
ভালবাসে -
বহিঃস্থ দেহাংশ, তার পিপাসার গন্তব্য -
কটি প্রদেশের সীমানায় হারিয়ে 
যায় সর্বদা, সে অসময়ের 
বর্ষা, ঝরে যেতে চায় 
পাহাড়ের এক 
কোণে,
বৃষ্টি ছায়ার ভূমি ফেলানো থাকে বুকের 
দহনে, হৃদয়ের ওই মরু ভূমির 
চিত্কার অশ্রুত করে সে 
উড়ে চলে  উন্মুক্ত 
নীল গগনে, 
নির্বন্ধ 
যেন ভেসে যেতে চায় সে সপ্ত আকাশ পারে,
অর্ধ চৈতন্য দেহ পড়ে রয় বসুধার 
উপরে সংজ্ঞাহীন, নির্বস্ত্র !
খুঁজে জীবন প্রেমের 
ক্ষুদ্র কণিকা 
শাশ্বত 
ভালবাসা, চিরস্থায়ী অভিলাষা, অসমাপ্ত
অনুসন্ধান বিনিদ্র করে যায়
সারা রাত - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
rainy-night -photography - by vinoth chandar 

মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১২


পুনর্জন্মের কাহিনী 

কি হলো যদি আজ -
নিঃশেষিত দেহে পড়ে আছি মেঝের উপরে,
আমি দেবব্রত নই, তাই সূর্যের ওই 
দিশান্তরের অপেক্ষায় থাকি না, 
অর্জুনের ছদ্ম ভালবাসা 
আমি চাই না, 
রক্ত 
ঝরুক, খসে পড়ুক জীবনের স্বপ্ন প্রাচীর !
আমি আবার উঠে আসব বিহানের 
দ্বারে নিয়ে নতুন পরিবর্তনের 
খবর, অলিন্দের উপরে 
তুমি থাকবে তো,
ধরতে সেই 
কাগজ, 
হয় ত আজ আমি উঠতে পারি না 
তেতলায়, কিন্তু এক দিন 
ঠিক এমন কুয়াশা 
বিহীন ভোরে
আমি 
নিয়ে আসবো টাটকা লাল গোলাপের তোড়া, 
জানিয়ে আসবো অস্তিত্বের অর্থ 
ইচ্ছা মৃত্যুর থেকে বড় 
জীবনের মূল্য,
শায়ক
শয্যার গল্পের বাহিরে  বারংবার বেঁচে উঠার 
বাস্তবতা - - - 

- - শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
PAINTING BY -KOLKATA  - BIKASH BHATTACHARJEE 

  

সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১২


নিরবতার ভাষা 

নিরবতার নাকি নিজের ভাষা থাকে, মুখ ন 
খুলে যেন চোখ যায় সব কিছু বলে, দূর 
থেকে ভেসে আসে মেঘের গায়ে, 
শ্রাবণের অতৃপ্ত প্রত্যাশা, 
বর্ষণের ব্যাকুলতা
নিয়ে যেন 
সে খুঁজে চলেছে তৃষ্ণার্ত ঊষর ভূমির -
শুন্যতা, জীবনের এই সন্ধিক্ষণে 
জেগে রয় অনেক দিনের 
অনুক্ত মনের দ্বন্দ্ব, 
মখমলে ঢাকা 
হীরক
অঙ্গুরী সম অপরিণত লাজুক অভিলাষা,
খুলে যেতে যায় নিজেই যেন 
উপহারের সেই  সাজানো 
বাক্স, উড়ে যেতে 
চায় দামী 
আতরের গন্ধ, প্রলুব্ধ করে চলে তখন 
নিশুতি রাতের মাতাল সমীরণ,
সরে যায় বাষ্প কণিকা,
ক্রমশঃ আরশির 
গায়ে স্পষ্ট 
ভেসে উঠে, প্রণয়ের আর্দ্র  প্রতিবিম্বে পরিচিত 
চেহারা - - 

-- শান্তনু সান্যাল
diamond_ring_by_cassandra

রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১২


নিঃশ্বাসের সমীকরণ 

অদ্ভুত ভাবে তার আয়নার  বাহিরে পূর্ণাঙ্গ রূপে
প্রকাশিত হওয়া, বিমোহিত করে গেছে 
পৌরুষ গ্রন্থী, উদ্ভাসিত তখন 
মনের অন্ধকার, ছুঁতে 
চেয়েছিলাম  তার 
প্রতিভাসিত  
আবর্ত, বহুবিধ চক্রে গাঁথা মায়াবী মধুকোষ 
যেন চলকে পড়তে চায় অধর সুধা, 
নয়ন তীরের সেই সঘন ছায়ার  
তলে অজবীথির রুপালি 
আলো, ছড়িয়ে 
চলেছে 
মোহাবিষ্টের জাদু ভরা স্বেদ কণিকা, আমি 
বিস্মিত চোখে খুঁজে চলেছি বশীকরণ 
মন্ত্রের নিরাপদ উপায়, অমূল্য 
প্রতিষেদক ! নিশীথ 
রাতের সান্দ্র 
আঁধারে 
সেই প্রতিবিম্বটি ফিরে যায় নি আরশির 
জগতে, মাংসপেশির ফ্রেমে সে 
এখন পরিপূর্ণ ভাবে এক 
প্রাণোচ্ছল মানুষ 
জড়িয়ে, 
ধরে রয়েছে জীবনের প্রতি মুহূর্ত, প্রাণের -
চিত্রলেখ, নিঃশ্বাসের সমীকরণ !

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/





শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১২


অগোচর প্রেম 

পাহাড়ী নদীর সরু স্রোতে ভেসে চলেছে
জীর্ণ পাতার সাথে মনের অবসাদ,
ডাক দিয়েছে   কে যেন আবার
মধুমাসের আড়ালে , নুয়ে 
চলেছে পলাশের 
ডাল, ভরে 
গেছে অরণ্য পথে মহুয়ার আভাস,
কোন দহনে উঠে ধোঁয়ার 
বাদল উপত্যকার 
বুকে, কে 
ধরিয়ে গেছে হিয়ার মাঝে মধুরিম 
আবেগ, জাগিয়ে গেছে যেন 
শান্ত ঝিলে অস্থিরতা 
অকস্মাৎ, 
হারিয়ে চলেছে জীবন গুরু গম্ভীরতা 
হঠাৎ, প্রতি মুহুর্তে কাঁপিয়ে 
যায় কড়া নাড়ার শব্দ, 
উড়ে আসে কোথা
হতে জানি 
না -
গোলাপী খাপে শিমুল তুলোর সাথে 
সুরভিত  চিঠি দিয়ে যায় কে 
যেন রিক্ত হাতে, চেয়ে 
রয় জীবন মন্ত্রমুগ্ধ
বসন্তের ওই 
অগোচর ভালবাসা, এই স্বপ্নের জাল 
বয়নে  হারিয়ে যায় তখন 
তিক্ত উদাসীনতা, 
পাওয়া না 
পাওয়ার যন্ত্রণা হতে প্রাণ চায় স্বাধীনতা !

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

  


শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১২


উড়ন্ত হাসি 

পর্যটক পাখিদের মতন উড়ে আসে তার হাসির 
মাঝে জলাভূমির টলমলানি, জীবনের ওই 
অযথা ব্যথা বেদন যায় নিমেষে উড়ে, 
অবাক তখন চেয়ে রয় নাগ -
ফণীর ঝোপ, আকাশ 
চায় দেখতে
নিজের 
প্রতিবিম্ব, সরিয়ে দিতে চায় হয় ত শ্বেত -
মেঘের হালকা স্তর, নীলাভ বুকে 
সাজিয়ে চলে বিগত রাতের 
স্বপ্নময় আবদার, তার 
চোখের পরশে 
এখনো 
জেগে আছে কিছু জোনাকির আলো, মন 
তখন ডানপিটে শিশু দৌড়িয়ে যায়,
কাঁটাভরা পথে খালি পায়ে 
ধরতে ভালবাসার 
রঙিন গোয়াল -
পোকা, 
নীহার ভিজা বন্য প্রসুন ঝরে তখন যেন 
আপনমনে, তার হাসি এখন গজিয়ে 
পারদর্শী ঝলমলে ডানা সহসা 
উধাত্ত, সকালের কচি 
রোদে উড়ে চলেছে 
প্রবাসী কাচিক 
প্রজাপতির ঝাঁক, কোন সুদুর বর্ষা বনে - - 

- শান্তনু সান্যাল 
 http://sanyalsplanet.blogspot.com/
 Butterfly - painting by  Rosemary Millette

বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১২


ফিরে যাওয়া সকাল 

বোধ হয় সে জানে না কিংবা জেনে উদাসীন, কিছুই
হতে পারে মনের গভীরে নামা দুঃসাধ্য প্রক্রিয়া, 
তাই রেখে আসে রোজ সকাল কিছু সদ্য 
কুসুমিত মৌসুমী ফুলের অনুভূতি, 
তার বন্ধ দ্বারের মুখে, ঠিক 
সিঁড়ির কাছে বসে রয়
হৃদয়, ভাঙা স্বপ্ন 
নিয়ে কৌতুহল
প্রাণে চেয়ে থাকে একদৃষ্ট দরজার দিকে, হালকা -
শব্দে যেন জীবন খুঁজে পায় বাযুরন্ধ্রের 
রহস্যময় আলো, ফিরে আসে 
জীবন জন অরণ্যের 
মাঝে, হেঁটে যায় 
নিজের মনে,
সম্ভব 
নয় ভালবাসা নিয়ে, চির দিন ওই ভাবে ক্ষতিগ্রস্ত 
সোপানে বসে থাকা, কখন যে শুনবে সে 
মৌন শব্দের কড়া নাড়া বলা মুশকিল,
হয় ত সে এখন পড়ে চলেছে 
খবরের কাগজ, কিংবা 
লিখছে কবিতার 
উপসংহার !
হতে পারে সে দেখছে এখন অলিন্দ থেকে ভিড়ে !
আহত স্বপ্নের মিছিল এগিয়ে চলেছে বহু 
দুরে, জীবন নিয়ে বগলে খঁজের 
যষ্টি করে সন্ধান যেখানে 
দুই বেলার বেঁচে 
থাকার যুদ্ধ, 
সকাল ও ফিরে গেছে অপরাহ্ন ডিঙিয়ে সুদুর  সাঁঝের
কোলে - - - 

- - শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
PAINTING BY WENDY- PUERTO 



বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১২


আয়ত্ত ঘূর্ণি ঝড়

তার আকুলতার গভীরে ছিল প্রলয়ের নিঃশব্দ আগমন,
মেঘ বাদল বিহীন কাল বৈশাখী,পাখিরা ও বুঝতে 
পারি নি নীল স্রোতের বিস্ফোরণ, উড়তে না 
উড়তেই গেছে হারিয়ে আকাশপথ, ফিরে 
এসেছে বারংবার সাগর তীরে, বিবশ 
লুটিয়ে পড়েছে উচ্চ তরঙ্গে, সেই 
রাতে যখন বুকের মাঝে 
তার ঘনিকৃত বাঁধ 
গেছে ভেঙে,
জীবন তখন হয় উঠেছে পরশ পাথর, পুনর্লিখনের 
সেই বেলায়  নিয়তি যেন শব্দহীন, খুঁজে 
চলেছে অহংকারের কালি, ভাঙা
ডগার কলম, লিখতে পারি 
নি কোনো ভাবে ভাগ্য 
লিখন, তাদের ওই 
মিলন বিন্দু 
তে দেখি ছড়িয়ে রয়েছে জোছনার সান্দ্র আলোর 
স্তর, ঘনীভূত নিঃশ্বাসের কুয়াশা  ভেসে 
চলেছে ক্রমশঃ নদীর মোহনা হতে 
মহাসাগরের মধ্য জলপ্রবাহে, 
ভেসে  উঠছে তখন
সিক্ত বিহান 
অধরের  দুই  আর্দ্র, নিথর পরিতৃপ্ত বালুকা বেলায় !

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Waves painting by Dara Thaitanunde 



মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১২


সুরভির বৃত্ত 

পেয়ে হারিয়ে যাওয়ার ব্যথা কিংবা জড়িয়ে 
রাখার আবেশ, কিছু নিশ্চই ছিল 
দুজনের মাঝে, রিক্ততার সে 
অনুভূতি বুঝিয়ে গেল 
ফিরে যাওয়ার 
পরে, তার 
চোখের কোণে হয় ত ঘিরে আসা মেঘের 
ছায়া ভিজিয়ে গেছে শেষ প্রহরে, 
মনের মরু প্রান্তরে  কিছু 
স্বপ্নের অঙ্কুর  ফুটে 
রইলো ভোরের 
কোলে,
ভাবনার নব পল্লবে অস্থির শিশির বিন্দু !
শুধিয়ে ছিল তার বুকের ধরাতলে 
ভাসন্ত নিশি পদ্মের কাহিনী, 
জীবনের সেই একান্ত 
মূহুর্তে, প্রণয়ের 
অন্তহীন
কবিতা স্বতঃস্ফূর্ত রচে গেছে জীবনের 
সার্থকতার সিদ্ধান্ত, মর্মের 
গভীরতা, অনন্ত পথে 
পাড়ি দেওয়া, 
নিমগ্ন 
ভালবাসার অমরত্ব প্রাপ্তির দিকে এগিয়ে 
যাওয়া, তার ফিরে আসার 
অসমাপ্ত প্রতীক্ষা - - 

- শান্তনু সান্যাল 
painting by  Carlene Shuler Brown 



সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১২


প্রশ্ন চিহ্ন 

জানি না কোথা হতে ফিরে আসে ভাঙা প্রতিধ্বনি 
জেগে উঠে সুপ্ত মনের বিজন প্রদেশ, কার 
ককানির শব্দে ঝরে আকাশ খন্ডিত 
রূপে, ধুসর পাহাড়ের বাঁশবনে 
ধরিয়ে গেছে কে যেন 
দাবানল  সান্ধ্য 
হতে, তবু 
ওই ধুম্রময়  ক্ষিতিজে ভেসে রয় জীবনের নাম - 
বিহীন তারকা, সেই নীল আলোর মাঝে 
দেখি স্বপ্নের শিশু খেলে আপন মনে, 
সাজিয়ে রাখে অমাবস্যার রাত 
অরণ্য কুসুমের চন্দ্রাহত 
গন্ধে, খুঁজে মন 
বিস্মৃত ওই 
নীহার  ভিজা মুহুর্তগুলো, জ্বালিয়ে গেছে কে 
যেন আবার সান্ধ্য প্রদীপ, অভিশাপিত 
অশ্বত্থগাছ তলে, ঘনিয়ে আনে 
প্রণয়ের অভিসার এমন 
সময়ে, জানা সত্তেও 
যে সে আর
নেই, জীবনের পার্শ্ববর্তী অঞ্চলে, শুধুই মায়ার 
বন্ধনে জড়িয়ে ধেয়ে চলেছে হৃদয়, দূর 
বহু দূর, অসমাপ্ত কোন অদৃশ্য 
জগতে, হয়  ত মৃগতৃষ্ণা 
কিংবা আত্ম 
সন্ধানের
পথে অগ্রসর জীবনের অতৃপ্ত ভাবনার প্রবাহ !

-- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১২

অন্তর্মনের বীথিকায়

এখানে ক্ষিতিজ জানে  না নুয়ে যাওয়ার ভাষা শুধুই 
হাসে নিয়ে দেহে আরুণিক আলো, ব্যথিত  রাত্রি 
গুছিয়ে চলেছে, এলোমেলো আঁধারের ধর্ষিত,
শোষিত স্বপ্নের কাহিনী, জনশূন্য পথের 
সেই পান্থ পথিক, হয় ত কিছু ক্ষণে 
হারিয়ে যাবে উড়ান সেতুর 
নীচে, মহানগরের নভে 
এখন ভেসে চলেছে 
ফেকাসে রং 
দর্শক বিহীন রঙ্গমঞ্চে ছড়িয়ে ছিটকিয়ে আছে যেন 
মুখোশ, ফেলানো অন্তর্বাস কিংবা ছদ্মবেশ, 
ক্রমশঃ নিষ্ঠুর পরিচালকের দল মেখে 
মুখে উজ্জ্বল কান্তি, দাঁড়িয়ে আছে 
নিয়ে হাতে খবরের কাগজ, 
পড়ে চলেছে নিজের 
গৌরব গাথা !
কিছুই ত 
ঘটে নি সনাতন জীবনের ধারা যথারীতি প্রবাহী, 
দেউলের মুখে দাঁড়ানো যাযাবর ষাঁড় চিবিয়ে
চলেছে উচ্ছিষ্ট আর্বজনা, পাস কেটে 
গেছে নগরপাল, ফুটপাথের কুষ্ঠ 
রুগীর সামনে কিছু খুচরো 
পয়সা, কে যেন 
জানিয়ে গেছে অস্পষ্ট ভাষায়, দয়া মায়া নাকি 
এখন আছে জীবিত, অন্ধকারে যদি 
মাড়িয়ে গেছে মানবতা সে না 
কি পাপ নয়, রাস্তার ধারে 
ফেলানো অস্তিত্বের 
সমাপ্তি ঘটে 
এই ভাবে, মানুষ হোক কিংবা নেড়ি কুত্তা !
জীবনের আকলন বুদ্ধিজীবির কাজ,
লিখে যাও নিজের ভাষায় 
চান্যকীয় পরিভাষা,
আজ নাকি 
নন্দনে 
জীবন নিয়ে বিরাট আলোচনা সভা, যদি সময় 
থাকে এস, আনন্দ ভোগ কর, কিছু 
নামকরা শিল্পীর উলঙ্গ দেহের 
চিত্রাঙ্কন রয়েছে ঝুলে,
কিছু যুদ্ধ পীড়িত
মানুষের 
ছিন্ন  বিছিন্ন অঙ্গ প্রত্যঙ্গের আলোকচিত্র, কিছু 
আমার তোমার জীবনের চিরকুট, 
হয় ত পেয়ে যাবে রাজপথের 
দুই  ধারে, পচে গলে 
ছড়িয়ে রয়েছে 
অন্তর্তমের 
কলা বিথিকায়, যদি পারো খুঁজে নিও আমায় 
বিলুপ্ত ঠিকানা - - - 

- - শান্তনু সান্যাল   


শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১২


মৃগয়ার মুখোমুখি 

শুধুই সে চায় বহির্ভাগের ভঙ্গুর স্তর, ছুঁতে কিংবা
আঘাত দিতে, কি যা আছে তার মনে, হয় 
ত সেই জানে, তার এই ভাবে ধরে 
রাখার প্রবৃত্তি দিয়ে যায় কিছু 
ছেঁড়া প্রজাপতির ডানা, 
কম্পিত অনুভূতি, 
ধ্বসে যাওয়া 
কিনারা, 
অভ্যন্তরীণ জীবন পড়ে রয় খারিজ বন্ধ্যা ভূমির 
কোলে, যদিও অভিহত ভাবনা রাতের 
নিরবতা ভেঙে, খুঁড়িয়ে ধেয়ে 
যায় সেই স্বপ্নের পিছে, 
বহু দূর যেখানে 
আকাশ 
ঢেলে রয় বৃষ্টির মরিচিকা, দিগন্তের দগ্ধ দেহে তখন 
সকালের ছায়া, জীবন অবাক, বিস্মিত রূপে 
চেয়ে থাকে তার শিশির ধোয়া মুখ, 
তার চোখের পরশে এখন 
আততায়ী ভাব কেটে 
চলেছে ক্রমশঃ,
আবার 
দেখি নিরীহ ভালবাসা, খুলে কাচিক  বুক এগিয়ে 
চলেছে তার দিকে, অদৃশ্য আঘাতের 
সম্মুখীন - - 

- - শান্তনু সান্যাল 
by  Thomas Cole -  Kaaterskill Falls Painting


শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১২


সমুদ্র তীরে এক সাঁঝে 

সেই ভিড় ভরা নগর চত্বর, ঝলমলে  আলোর 
জুয়ার, সেঁতসেঁতে  মেঘলা সাঁঝের খপ্পর 
থেকে বেরিয়ে এক দিন সাগর
 সৈকতে আগমন, তার 
উন্মুক্ত উর্মিমালায় 
রূপান্তর!করে 
গেছে 
বিস্মিত, সে যেন ভেসে চলেছে উন্মত্ত তরঙ্গে,
অবাক তখন চেয়ে আছে চেতনার সর্ব 
বহিরংশ, তার উন্মেষিত আত্ম -
সংকোচন করে গেছে ভাব 
বিভোর, ছড়িয়ে 
গেছে কস্তুরী 
গন্ধিত 
বাতাস অর্ণব সমীরণে, সিক্ত বালুচরে তখন 
জোছনার সঞ্চার, ঝাউ বনে চাঁদের 
প্রগাঢ় প্রণয়ের ছায়া, ঘনিয়ে 
আনে আঁধার হারিয়ে 
পাওয়ার অমূল্য 
মুহূর্ত খানি, 
সুদুর 
ঘুণ ভরা মহানগরে এখন হয় ত হাঁপানির 
রাত, ক্লান্তিময় ধোঁয়ার সঙ্গে উঠে 
চলেছে ব্যথিত নিঃশ্বাস, 
জীবন এখানে কিছু 
ক্ষণের জন্য 
হয় 
উঠেছে যাযাবর পাখির ঝাঁক, উড়ে চলেছে 
দেশবিহীন, সীমা হীন আকাশে এক 
রাশ, দিক দিগন্তের অনুসন্ধান !
স্বপ্নের পরের সেই উপগ্রহ,
যেখানে শুধুই আছে 
স্নিগ্ধ তরলতা, 
মহা প্রবাহে 
বহে চলেছে মনের সব দুঃখের তলানি অবিরাম !

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/


বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১২


ফিরে আসা 

যখন পরকীয় হয় উঠে  মনের মানুষ, বাঁধন
কাজ করে না, ওই এক ঘেয়েমির ভাব 
সরিয়ে নিয়ে যায় উত্তরোত্তর বুক 
থেকে দূর  কোন অজানা 
প্রান্তরে, এখানে 
স্বপ্নের 
পিছনে ধেয়ে যায় অতিরিক্ত বাসনা, পাওয়া 
না পাওয়ার দ্বন্দ্বে ঝুলে রয় জীবনের 
ছেঁড়া ঘুড়ি, শঙ্খ চিলের ক্ষণিক
নিরবতা বাঁচিয়ে রাখে 
মীনের নিঃশ্বাস, 
অভিলাষী 
মনের মহাবিশ্বে মায়াবী নিহারিকা ঝরে 
একরাশ, অতৃপ্ত দেহ ও প্রাণ চেয়ে 
রয় আকাশের অগ্নি বর্ষণ, 
অখণ্ড রাত খুলে রাখে
হিমায়ত বক্ষস্থল,
তুষারনদীর 
সমতুল্য 
ভালবাসার গলন ঘনিয়ে আনে জোছনার বান, 
কে কখন কি ভাবে গেল অপর পারে,
হারানো মুহুর্তের ইতিহাস কেউ 
মনে রাখে না, প্রণয় নদীর 
নৌকাডুবির ঘটনা 
সর্ব বিদিত !
আগুনের সেই জ্বলন্ত প্রবাহে জীবন ভেসে 
যায় দেহান্তরের সেই কল্প ভূমির 
দিকে, নিরন্তর প্রলম্বিত 
বেগে, মুক্তিস্নানের 
ঘাটে, দেহে 
ছড়িয়ে অবিনাশী প্রায়শ্চিতের ভস্ম, ছুঁতে চায় 
ফিরে মনের মানুষ, মোহ ভঙ্গের এই 
পথে জীবন হয় উঠে উদ্ভাসিত,
কান্তিময়, এখানেই কোথায় 
যেন সাড়া দিয়ে যায় 
অন্তর্মনের ধ্বনি,
নব চেতনার  
উপলব্ধি, লৌকিক থেকে অলৌকিক পথে যাওয়া,
সন্দিহান প্রেমের অন্ত, বাস্তববাদের
প্রারম্ভ - - -

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
PAINTING BY -Self Reflection - BAINES ANDREW


বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১২


বিমুক্ত নভশ্চর

প্রাণ বায়ুর রূপে তার প্রাণের মাঝে অদৃশ্য আধিপত্য
লাল শোণিত কণায় ভেসে রয় জীবনের কত 
অনুচ্চারিত  অভিজ্ঞতা, বহু স্বপ্নের 
মৃত্যু পরে সে একটি রক্তিম 
সকাল, ঝরিয়ে গেছে 
সদ্য কুসুমিত 
শিউলির 
অসংখ্য ফুলের পাপড়ি, চুষে নিয়েছে অন্তরতমের 
গন্ধ, নিংড়িয়ে  ভালবাসার অন্তিম বিন্দু সে 
বলে - প্রেম সীমাবিহীন অনুভূতি !
কেমন করে বোঝাই বল, ওই 
প্রান্তের অতিক্রমে ও আছে, 
নামহীন অগোচর 
অন্তঃকরণের
জগৎ, 
এখানেই শেষ নয়, দেহ ও প্রাণের উপরে উঠে 
যদি কোনো দিন ভালবাসতে, সেই 
অলৌকিক প্রণয়ের পিপাসা 
চিরস্থায়ী, অনুক্ষণ 
জ্বলন্ত বহ্নি -
শিখা,
জীবনের সেই শৃঙ্গারের বেলায় সাজিও যত 
পারো এই মাটির শরীর  কিংবা যদি 
ভাব কাঞ্চন কায়া, যাবে পুড়ে
যত সব সুবর্ণ মায়া, 
শুধুই ধোঁয়ার 
বাদল 
উঠে ভাসবে আকাশমুখী, ফিরবে না কোনো 
দিন, যতই ডাক যতই বুকে জড়িয়ে 
রাখো, সে এক বিমুক্ত পাখি 
উড়ে কি ভাসে বলা 
মুশকিল, 
অন্তরিক্ষের মহাশূন্যে সে যায় মিলে মিশে - - 

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
painting by - cage - artist Do Duy Tuan 

মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০১২


অদৃশ্য ফাটাল 

সে জানি না কি ভাবে এখনো জড়িয়ে আছে
হৃদয়ের উচ্ছন্ন শহরে, যদি ও ফিরে 
যাবার মুহুর্তে দেখিনি নিজের 
প্রতিফলন তার ভাসন্ত 
চোখে, খুবই সহজ 
ভাবে সে দেখি 
ফিরিয়ে দিল, প্রগাঢ় যন্ত্রণাময় মুহূর্ত, কিছু 
অপূর্ণাঙ্গ লিখন, কিছু উচ্ছিষ্ট দেহের 
স্পর্শ, ফাটাল ধরা সম্পর্ক, তবু 
ও সে যেন নিশুতি রাতে 
দাঁড়িয়ে থাকে ওই 
লেম্প পোস্টের 
নিচে, চেয়ে রয় এক দৃষ্ট পতঙ্গের ঝরা ডানা,
হয় তো ধরতে চায় সে মাটির গন্ধ 
প্রথম বৃষ্টির বাতাসে, কিংবা 
সাঁঝের ওই হারানো 
ঘামের লবণতা,
আবছা 
কাচের জানালায় খুঁজতে চায় বাষ্পিত ছায়া,
সে আজ ও চেয়ে থাকে কিছু প্রাপ্তির 
আশায় অথবা তার অধরের 
কম্পন গেছে হারিয়ে 
পুরাতন গানের 
অন্তরায়, 
সে বুঝে উঠতে পারে না যে আমার দেহে 
আর লেবু ফুলের গন্ধ নাই, ওই 
প্রাচীন প্রণয়ের দেউলে আর 
প্রদীপ জ্বলে না, শুধুই 
স্মৃতিরা পরস্পর 
কথা বলে, 
ওই কয়লার কলমে লেখা অস্পষ্ট আমাদের 
নাম, দেয়ালের গায়ে মাকড়সার জালে,
খুঁজতে কিন্তু কষ্ট হয়, কিংবা 
হয় ত ধুয়ে গেছে ক্রমশঃ 
গুপ্ত ছাতের চুযানে,
ভালবাসা কেবল 
এখন শেওলা, জলজ উদ্ভিজ, লুকিয়ে আছে 
অদৃশ্য ফাটালে - - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Tree-strangled Temple – Angkor Wat