অবিদিত তরঙ্গ
ওপার, মাঝধারে পৌঁছিয়ে দুই কুলের চিন্তা
কীসের জন্য, ডুবতেই যদি হয়, তাহলে
এই ভাবে ডুবি, যে লহর ও যেন
না জানতে পারে, নিমজ্জনের
রহস্য, সেই আবেগ
নিয়ে বুকে
প্রণয়ের তরণী দিয়ে ছিল ভাসান, সুদুর পারাবার
যখন ডাক দিয়ে চলেছে প্রতিধ্বনিত সুরে,
কোথায় কুঞ্জ গলি আর কোথায়
যমুনা, আবেশের ধারায়
বহে গেছে বহু দূর
মথুরা হতে
বৃন্দাবন,
ওই ছিঁটে ফোঁটা আষাড়ের বৃষ্টিতে ভিজে যেন -
দু জনের দেহ ও প্রাণ জবজবে, একাকার,
ধুয়ে ছড়িয়ে গেছে ধরণীর বুকে সাত
রঙ্গী রামধনু, মহানগরের পথে
ভেসে চলেছে নিয়ন
আলোর ছটা,
পতঙ্গের
ঝাঁক এবং উত্সর্গের সমারোহ তখন খমধ্যের পার,
কাত নৌকো নিজের অক্ষে উপাবৃত্ত, নদী তে
বান ছিল অথবা গোপন ঘূর্ণি চক্র,
ঠিকঠিকানা খুঁজা মুশকিল,
শুধুই নিঝুম আর্দ্র
রাত্রি আর
নিশ্বাসের ওঠা নামা, তার অতিরিক্ত ওই মুহুর্তে
পৃথিবী যেন নিভৃত মঠ যোগী, চেয়ে
আছে আকাশের পথে ভাসন্ত
মেঘের লুকোচুরি,
তারকের
মহামিছিলের অবসান, চাঁদের গা ঢেকে যাওয়া - -
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
পরিণতির কল্পনা ভেবে কি বা হত, এপার কিংবা
http://sanyalsplanet.blogspot.com/
অবিদিত তরঙ্গ
ওপার, মাঝধারে পৌঁছিয়ে দুই কুলের চিন্তা
কীসের জন্য, ডুবতেই যদি হয়, তাহলে
এই ভাবে ডুবি, যে লহর ও যেন
না জানতে পারে, নিমজ্জনের
রহস্য, সেই আবেগ
নিয়ে বুকে
প্রণয়ের তরণী দিয়ে ছিল ভাসান, সুদুর পারাবার
যখন ডাক দিয়ে চলেছে প্রতিধ্বনিত সুরে,
কোথায় কুঞ্জ গলি আর কোথায়
যমুনা, আবেশের ধারায়
বহে গেছে বহু দূর
মথুরা হতে
বৃন্দাবন,
ওই ছিঁটে ফোঁটা আষাড়ের বৃষ্টিতে ভিজে যেন -
দু জনের দেহ ও প্রাণ জবজবে, একাকার,
ধুয়ে ছড়িয়ে গেছে ধরণীর বুকে সাত
রঙ্গী রামধনু, মহানগরের পথে
ভেসে চলেছে নিয়ন
আলোর ছটা,
পতঙ্গের
ঝাঁক এবং উত্সর্গের সমারোহ তখন খমধ্যের পার,
কাত নৌকো নিজের অক্ষে উপাবৃত্ত, নদী তে
বান ছিল অথবা গোপন ঘূর্ণি চক্র,
ঠিকঠিকানা খুঁজা মুশকিল,
শুধুই নিঝুম আর্দ্র
রাত্রি আর
নিশ্বাসের ওঠা নামা, তার অতিরিক্ত ওই মুহুর্তে
পৃথিবী যেন নিভৃত মঠ যোগী, চেয়ে
আছে আকাশের পথে ভাসন্ত
মেঘের লুকোচুরি,
তারকের
মহামিছিলের অবসান, চাঁদের গা ঢেকে যাওয়া - -
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন