Thursday, 19 April 2012


অভিসন্ধি 

বোধ হয় সে জানে না, মৌসুমী হাওয়ার ভঙ্গিমা,
তাই মনের পটভূমি ঝুলিয়ে এসেছে, ছাদের 
জীর্ণ দড়ির উপরে, লেবু ফুলের গন্ধ 
মাতিয়ে গেছে প্রখর গ্রীষ্মের 
সন্ধ্যা, ঝড়ের সংকেত 
বুঝতে না বুঝতে 
উড়ে গেছে 
লাজুক ভাবের  কাপড়, চিত্রাঙ্কনের রং গুলো 
ভিজে ধুয়ে ধরেছে অনন্য অনুভূতি, 
কম্পিত  হৃদয় নিয়ে সে দাঁড়িয়ে 
আছে দোরগোড়ায়, সিক্ত 
মাটির গন্ধে এখন 
লিপ্ত স্পন্দন,
বিকল্প চাওয়ার পথ গেছে মনে হয় হারিয়ে, তাই 
অনুতাপ  ভুলিয়ে হৃদয় চায় পুনরায় ছবি 
আঁকতে, আনকা মানুষ কে এমনি 
ভালবাসতে, যেন আবার 
জীবন খুঁজে চলেছে 
অভিসন্ধি,

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
photo - lemon flower

No comments:

Post a Comment