শাশ্বত তৃষ্ণা
পৃথিবী নিজেই এক জীবন্ত কবিতা, শুধুমাত্র
আবেগপ্রবণতা তার চোখের বিম্বে
আছে লুকানো, সেই অমূল্য
নিধির প্রাপ্তির পথে
ধেয়ে যায়
জীবন,
অনবরত, অবিরাম, কখনো হরিণ লম্ফন আর
কখনো নিঃশব্দ পদক্ষেপ, সেই নয়নের
অক্ষিপটের জগতে আছে সে এক
বৈরাগী নিয়ে বুকে বিশাল
বর্ণালী পুঞ্জ, অতৃপ্ত
হৃদয় তাই
চেয়ে
রয় দিবা নিশি তার মুখ পানে, সুধা সদৃশ সে -
আলো নিয়তির লিখন যায় বদলিয়ে,
কিন্তু ক জন যে শ্রীমন্ত পেয়েছে
সে পবিত্র, বিশুদ্ধ স্পর্শ,
বলা বড়ই মুশকিল,
তত্সত্ত্বেত্ত
মনের পিপাসা খুঁজে আজন্ম তার প্রণয়ের বর্ষণ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন