শনিবার, ৭ জুলাই, ২০১২


দর কষাকষির মাঝে - - 

মনের উপকূলের জমি আদৌ ভিজে ওঠে নি,
ভালবাসার নদী রইলো চিরদিন শুধুই 
অগভীর, অবশ্যই শ্রাবণের ধারা 
ঝরেছে দেহ ও প্রাণে সমান 
ভাবে, কিছু বহে গেছে 
মসৃণ ত্বকের উপর 
হতে কিছু ঠাঁই
পেয়েছে 
বোধ হয় মাংস কোষে, তবু ও অদৃশ্য দহন -
জেগে রয় যেন অন্তরে, এখানে সন্ধ্যা 
এক ধাপে হতে চায় মায়াবী 
রাত্রি, সব কিছু গিলতে 
চায় এক নিঃশ্বাসে,
এখানে জীবন 
খুবই 
বিবশ, ধরে রাখতে চায় পলকা আত্মীয়তা, 
জানা সত্তেও তার প্রেমের ফুলদানি কাচে 
গড়া, যে কোনো সময় যাবে ভেঙ্গে, 
তথাপি হৃদয় জড়িয়ে রয় 
তাকে অহর্নিশ বুকের 
পাঁজরে, এখানে 
পৃথিবী 
অমার্জিত সত্য, নিলামের জন্য  দাঁড়িয়ে থাকে 
উলঙ্গ গায়ে - - - 

- শান্তনু সান্যাল 

 artist Harry Brioche
http://sanyalsplanet.blogspot.com/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন