ঝাপসা মেঘের উঁকিঝুঁকির মাঝে
যেমন এক অদ্ভুত গোমড়া
ছায়া ঘনিয়ে আসে,
ঠিক সে
দিন
হৃদয়ে ছিল, ঝরে যাওয়ার এক -
বিচিত্র উত্কন্ঠা, সাঁঝের
ছিল নিজস্ব বাধ্যতা,
তাই অনিচ্ছায়
বুকের
আঁধার খুলে আলোর অভিলাষ !
সেই গভীর গিরিখাতের
অদৃশ্য অরণ্য -
নদীর
বহে যাওয়া শব্দে বোধ হয় টের
পেয়েছিলাম, এক নীরব
চোখের আমন্ত্রণ,
অথবা
উত্সর্গের আগে বিগ্রহ নিয়ন্ত্রণ,
সে দিন বৃষ্টি হয় নি তবুও
জানি না কোন গোপন
কোণের মেঘ !
ভিজিয়ে
গিয়েছিল অন্তর্তমের অস্পৃষ্ট সব
অংশ পরিপূর্ণ ভাবে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন