Thursday, 21 February 2013

আমার বাংলা ভাষা - -

সে অনেক কিছু বলে গেছে অনর্গল,
উদ্বাস্তু, ছিন্নমূল, দেশহারা,
পলাতক, নিয়তি 
আমার 
চির দিনই অস্থির হেঁটে যায় তীক্ষ্ণ 
বিষাক্ত তীর ভরা পথে, না 
আমি কিছুই সাফাই 
দিতে চাই নি, 
আসলে 
সে আজ ও বুঝতে পারে নি মনের 
গভীরতা, যেখানে আছে 
অনন্ত উপলব্ধি !
মাতৃ -
ভাষার সাথে জড়ানো মেঘনার - -
তরঙ্গ, পদ্মা হতে ভেসে 
আসা ভাটিয়ালি 
সুর, পুকুর 
পারে 
দাড়ানো একাকী বালিকার হাতের 
স্বপ্নভরা শালুকের বৃন্ত, সে 
এখনো ভাবে আমি 
নিঃশেষ 
পথিক, ঘুরে বেড়াই পথে পথে, কিন্তু 
সে কি জানে আমি আজ ও 
শ্রীমন্ত ! সব কিছু 
হারিয়েছি 
সেটা 
সত্য, তবু ও আমার বুকে আছে  - - 
জড়ানো আমার মাতৃ ভাষা,
ব্রহ্মাণ্ড হতে বিরাট 
আমার বাংলা 
ভাষা।
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/


original painting by artist Donna Pomponio 

No comments:

Post a Comment