শনিবার, ১৫ জুন, ২০১৩

কাঁটাতারের সীমানা - -

বিগত রাতের প্রগাঢ় অন্ধকারে, সে গেছে 
ছুঁয়ে নিষিদ্ধ অন্তরতমের বহু -
অনাবিষ্কৃত ভূভাগ !
কাঁটাতারের 
সীমানা
পার করে অনেক গভীরে, তবুও যেন - - 
তার মরু তৃষ্ণা এখনো ভবঘুরে,
জানি না কিসের আগুন 
ছুঁয়ে আছে তার 
ওই - -
বহ্নিমান অধর তীরে, হৃদয়ের আনুপূর্বিক 
সজলতা ও ঢেলে, সে এখনো আছে 
চির শুকনো বালিয়াড়ী, 
তার এই আকুল 
পিপাসার 
মাঝে জীবন খুঁজে কিছু নবীন কুহকের -
মন্ত্র, কিছু জোরাল মোহপাশ বেঁধে 
রাখতে চায় দেহ ও প্রাণে 
জীবন তার প্রেমের 
মন্ত্রমুগ্ধতা !
* * 
- শান্তনু সান্যাল 

barbed mystery 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন