রবিবার, ১৬ জুন, ২০১৩

সীমান্তহীন যাত্রী - -

কখনো অবিরল বর্ষণের সে এক রাত্রি, পৃথিবীর 
বুকে করে যায় সিক্ত কম্পন, আবার 
কখনো অ - নিবন্ত, অরণ্য 
আগুনের রূপে সে 
ছড়িয়ে যায়,
ধুসর 
পাহাড়ের গা ছুঁয়ে দিগন্ত পার, তার প্রেমের সীমানা 
কল্পনার বাইরে, সে এক চির উড়ন্ত চেতনা, 
ধরে রাখা সহজ কোথায়, লুকিয়ে 
রয় মেঘের ধরাতলে 
অন্তঃশীল -
অশনি সংকেতের রূপে, আচমকা ঝলসিয়ে যায় - 
জীবনের শান্ত সরোবর, তার ওই বিক্ষিপ্ত 
আবেগের গতি বহে যায় অগোছাল 
ভাবে যেখানে ইচ্ছে সেই 
দিকে, মানুষ 
নির্মিত 
সমস্ত প্রতিবন্ধক, তখন নিমিষে কাচের মত যায় 
ভেঙ্গে, মিহি বজ্র কণা শুধু ভেসে রয় 
সে মুহুর্তে মাতাল বাতাসে !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
wild rose - - unknown source 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন