বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৩

স্থান্তরণের পরে - -

সে জানতে চেয়ে ছিল স্বাধীনতার পরিভাষা -
গণতন্ত্রের সংজ্ঞা, বিস্মৃত সংগ্রামীদের 
ইতিহাস, আমি কিন্তু নিরুত্তর,
আমার সামনে ভেসে 
উঠেছে তখন 
রক্তাক্ত
পৃথিবী, নিষ্ঠুর মানবতা, দগ্ধ স্তনে লিপ্ত - - -
নবজাত শিশু, উধ্বস্ত গ্রামের 
মৌন ক্রন্দন, বিধবার 
মরু সিঁথি, খণ্ডিত 
বিধ্বস্ত 
দেউলের নীরব প্রাঙ্গন, জীবন্ত মাংসের বিক্রি,
খুব কাছের মানুষের হাতে রক্ত রঞ্জিত 
কাটারী, কে যেন তপ্ত লোহার 
শল্য দিয়ে লিখে গেছে 
বুকের উপরে 
আমি 
আজ থেকে উদ্বাস্তু, দেশহারা তথাকথিত - - 
চির দেশান্তরী, তখন থেকে আমি 
চির ভ্রমনশীল মানুষ, সতত 
হারানো শিকড়ের অবুঝ 
সন্ধান, সময়ের 
সাথে ভুলে 
গেছি 
আসল ঠিকানা, শুধুই এক ভাসা ভাসা স্মৃতি,
আসলে আমি নিজেই আর খুঁজতে চাই না 
ওই ধ্বংস স্তুপের মাঝে শৈশবের 
আতঙ্ক, খুঁজে হবে ও কি !
আপন আর পরের 
পরিচয় 
বয়স ভালই ভাবে বুঝিয়ে দিয়েছে, তাছাড়া 
সময় হলো মস্ত বড় মেরামতকারী,
গভীরতম ঘা ও যায় ভরে 
ক্রমশঃ, কিন্তু কি 
সব কিছু 
যায় 
বদলিয়ে স্থান্তরণের পরে, বলা মুশকিল, এক 
পরিচ্ছেদ শেষ হলেই অন্যের উত্পত্তি,
জীবন চির দিনই দিশাহারা -
নৌকো, ভেসে রয় 
অনবরত 
নতুন 
ঘাটের সন্ধানে, জানা সত্তেও যে সোপানের 
ভিত্তি অনিশ্চিত - - 
* * 
- শান্তনু সান্যাল 
 http://sanyalsplanet.blogspot.com/
painting by Paresh Maity - kolkata - India 

বুধবার, ১৪ আগস্ট, ২০১৩

নিঃশর্ত বিরতি - -

এ কেমন অন্তরাল কয়েক দশকের, যদিও -
তুমি আছ এক হাতের দূরুত্বে, না 
তোমার বুকে কোনো 
অপ্রত্যাশিত -
সংবেদন !
না আমার হৃদয়ে পরশের আকুল আকাঙ্ক্ষা,
শুধুই ভাসা - ভাসা চাহনি, শীতের যেন 
পড়ন্ত বেলা, কাগজফুলের লতা 
জড়িয়ে রাখতে চায় 
অনিচ্ছায়
নরম রোদের ক্ষণিক উষ্মা, মাত্র এক নীরব 
লৌকিকতা,পরকীয় গন্ধের আভাস,
হয় ত তোমার চোখে এখন 
অজানা আগন্তুকের 
কুহক জেগে 
আছে, অথবা আমার বক্ষ:স্থলের চেনা দাগ 
উঠে চলেছে ক্রমশঃ, এক বিরোধাভাস 
অদৃশ্য ভাবে ভেসে উঠতে চায় 
দু জনের মাঝে, মৌন 
বিরক্তি যেন 
মুখর, 
তোমার প্রশ্নে লুকিয়ে আছে কোথায় যেন -
মুক্তির উপায়, আমার উত্তরে জমে 
আছে বিন্দু বিন্দু অভিলাষের 
মেঘ কিন্তু সেটা অজানা 
ঊষর ভূমির জন্য, 
পরস্পরের 
মুক -
দ্বন্দ্ব, না তুমি চাও জানতে, আনুগত্যের 
সংজ্ঞা, আর আমি ও কোথায় চাই 
অগ্নি পরীক্ষা - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art of unknown source

মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৩

আঙ্গুলের ডগায় - -

ওই তমসাবৃত চিলেকোঠায়, তার হৃদয়ের 
অদৃশ্য কোণায়, কোনো এক দুর্বহ -
সেঁতসেঁতে সন্ধার, ক্লান্ত 
মুহুর্তে, রেখে 
ছিলাম,
কিছু বিস্মৃত উপহার, সে আজ জানিয়ে -
গেছে অকস্মাৎ, তার টেকসইতা,
প্রেম ও আকর্ষণের তফাৎ,
দেখিয়ে গেছে সজল 
চোখে,
আঙ্গুলের ডগায় বিদ্ধ ভাঙা কাঁটার ফাঁস,
মৌন চেহারায় শুধিয়ে গেছে 
দীর্ঘ প্রণয়ের পরিভাষা,
আমি নির্বাক 
শুধুই 
চেয়ে রইলাম, তার চোখের ভাসন্ত দ্বীপ,
কিছু স্মৃতির নিষ্প্রভ জোনাকির 
ঝাঁক, নিরুত্তর জীবন 
তার আগে তখন 
কেবল 
ধু ধু মরুভূমি, চায় পুনরায় শ্রাবণের - -
একটানা বৃষ্টি - - 
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by ANNA RAZUMOVSKAYA

সোমবার, ১২ আগস্ট, ২০১৩

জীবন্ত অটোগ্রাফ - -

তুমি শুধুই চাও চটকদার, ঝাঁকঝমক দুনিয়া, 
কুহক স্পৃহায় ভরা জীবন, আসলে 
দোষ তোমার নয়, চার 
দিকে যখন একই 
আগুন - 
নিজে কে বাঁচানো কোথায় সহজ, কিন্তু ওই 
নিয়ন আলোর নেপথ্যে ও আছে এক 
ঘিঞ্জি গলি, কিছু তথাকথিত 
নোংরা, বদনাম -
চেহারা, 
আর অন্ধকারে উঠন্ত ঘামের দুর্গন্ধ, ঝাপসা 
আলোয় দেখেছি অজানা মুখের ভিড়ে,
জীবনের উত্পত্তি ! শিশুর 
প্রথম ক্রন্দন, তুমি 
শুধুই চাও 
তোমার প্রেমের বৃত্তের চার দিকে ঘিরে রবে 
কবি, কল্পনার ফুলে সাজিয়ে যাবে -
চাঁদের তরী, কিন্তু সেটা কি 
সব সময় সম্ভব, ওই 
বনেদী পাড়ার 
খুব কাছে 
দেখেছি তাকে দাঁড়িয়ে রয় একাকী, সে এক 
জীবন্ত অটোগ্রাফ, নিখোঁজ প্রেমীর 
করে অপেক্ষা, বহুকাল আগে 
কে যেন লিখে গেছে 
তার দেহে 
ভুল ঠিকানা, ওই ঠিকানা টা এখন বেরিয়ে 
আসতে চায় উল্কির বাইরে, খুঁজতে 
চায় নিজের জৈবিক পরিচয়,
জানি সে কোনো দিনই 
খুঁজে পাবে না 
পলাতক 
কে,শুধুই মুখোশের ভিড়ে আসলের সন্ধান 
মিছে মিছে পাগলামি - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Sekhar Roy Indian Figurative painter

অসময়ের পলায়ন - -

এক নিস্তব্ধতা বিগত রাতে ছিল দুজনের মধ্যে,-
সেটা স্বাভাবিক কি ব্যতিক্রম, প্রায়শ 
ভাবে মন, যখন দেহের দ্রোণী
রিক্ত গহ্বর ! চাঁদ, তারক 
আকাশগঙ্গা সব 
কিছু মনে 
হয় -
যেন দীপ্তিহীন, কেবল ঝুলে রয়েছে নির্জীব ভাবে
এলোমেলো, এক বিশাল বৃত্তাকার দান্তালে !
অনেক সময়, যখন উচ্চতর 
বেলোর্মী, ঢালনির পথে, 
এক পানসে -
ভাব 
ঘনিয়ে উঠে নিঃশ্বাসের বিনিময়ে, শুধুই কৃত্রিম 
প্রেম জীবন্ত তখন, পরস্পরে মাঝে এক 
মৌন সন্ধি, একে অপরকে নীরব, 
বাধ্য সহ্য করা, তখন ওই 
আলিঙ্গন শুধুই এক 
মিথ্যা প্রলেপ,
ক্ষণিক 
মুহুর্তের অস্থায়ী উপক্রম, বাসি গন্ধের মাঝে - -
জোর করে আতর ঢালা, স্পষ্ট দৃশ্যমান,
খোলা দরজা, কম্পিত জানালা,
কুয়াশাচ্ছন্ন জোছনা, 
তবু ও জীবন 
উড়ে 
যেতে চায় না বাহিরে, অভ্যাসগত তখন পিঞ্জর - 
বাসিন্দা প্রেম, ভুলে যায় উন্মুক্ত উড্ডয়ন,
করে যায় সাদা কাগজে বারংবার 
দস্তখৎ, ফিরে আসে বুকের 
মাঝে ভুলে যায় 
অসময়ের -
পলায়ন !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Chandan Chowdhry's art

রবিবার, ১১ আগস্ট, ২০১৩

খুবই পরিচিত - -

গভীর নিশীথে,নীল আঁধার বিদীর্ণ করে, 
তুমি টেনে নিতে চাও সমস্ত কিছু,
অস্তিত্ব ! তখন খুবই নিরীহ,
বুঝতে পারে না 
তোমার 
ওই অবাক করা রূপ, এক মৌন দ্বন্দ্ব - -
ঘনিয়ে উঠে, আয়না ও দেহের 
মাঝে, তোমার হাতে 
যেন বিকল্পের 
অফুরন্ত 
তালিকা, খেলে যাও তুমি দাবার খেলা 
অবিরাম লয়ে, দাঁড়িয়ে রয় জীবন 
তোমার সম্মুখে অঝর 
ধারায়, খোলা 
গায়ে -
সঘন অন্ধকারে ! খুঁজে পায়ের তলার 
জমি, তুমি তখন করে যাও 
অট্টহাসি, তোমার 
মুখে তখন 
শিশু -
সুলভতা কি প্রবঞ্চনার ঢেউ খেলে যায় 
বলা কঠিন, কিন্তু ওই হাসির 
সাথে তোমার চোখের 
ঠিক নীচে ভেসে 
উঠে বিন্দু 
বিন্দু 
সজল ঝিলিক, আমি তখন ভুলে যাই -
নিমিষে সব কিছু, ফিরে আসি 
যেন সহজে, জন অরণ্যের 
দহন জ্বালা হতে -
মফস্বলের 
অন্তিম 
ট্রেন ধরে, আঁধারের সমস্ত জাঙ্গাল - - 
তখন মনে হয় খুবই পরিচিত !
ঠিক তোমার দেহ গন্ধের 
মত, আপন ভাব 
জেগে উঠে 
সহসা,
* * 
- শান্তনু সান্যাল 
 http://sanyalsplanet.blogspot.com/
dark nightingle - unknown source

কোথায় যেন - -

দেখেছি তোমায় কোথায় যেন অভ্যন্তরীণ 
অর্ধ চেতনার মাঝে, সাজিয়ে চলেছ -
নিজের মনে সান্ধ্য পুজোর 
উপাদান, চোখের 
পাতায় 
চন্দনের শীতলতা, মুখপানে ভাসে তীরের 
নীরবতা, অধরে মুখরিত মৌন 
ঋচার সংবেদন, তখন 
ত্রিভুবন যেন 
এক -
বিরাট শুন্যে ভাস্যমান, তোমার ওই - - 
উপাসনায়, খুঁজেছি কোথায় যেন 
আমি জীবনের হারানো 
কিছু অমূল্য লমহা,
অস্তিত্বের 
অর্থ -
দেখেছি তোমায় এক অপরূপ রূপে সেই 
ক্ষণে, খুলে চলেছ তুমি দিব্য প্রেমের 
অবুঝ গ্রন্থী, ছড়িয়ে গেছ 
অনন্ত প্রণয়ের এক 
অভূতপূর্ব 
গন্ধ !
* * 
- শান্তনু সান্যাল
 http://sanyalsplanet.blogspot.com/
PAINTING BY -SARBANI GANGULY - - KOLKATA - - INDIA.png

শনিবার, ১০ আগস্ট, ২০১৩

প্রতীক চিহ্ন - -

মধ্যরাত্রি, নিবিড় নীরবতা, ঘোলাটে 
চাঁদের আলো,এখন সঠিক সময়,
যদি এতই ভালোবাসো 
বেরিয়ে এস -
দেহের 
রন্ধ্র হতে, আবেশিত গন্ধ কোষের - 
বাহিরে, ছড়িয়ে যাও রেশমী 
পাপড়ি, যদিও বুকের 
আশেপাশে নাগ -
ফণীর 
ঝোপ, বিঁধনের ভয় না হয় তাহলে -
ছুঁতে পার, যেমন ইচ্ছে তেমন, 
জীবনের দৃশ্যরূপ, পূর্ণ 
উন্মুক্ত, সুন্দর কি 
বিশ্রী -
সেটা চোখের প্রতিফলনে নির্ভর - - - 
শর্তবিহীন যদি ভাবনার 
বিনিময়, তোমার 
জন্য প্রস্তুত 
দেহের 
অপর পারের দুনিয়া,শরীর শুধুই এক 
প্রতীক চিহ্ন - - 
* * 
- শান্তনু সান্যাল   
http://sanyalsplanet.blogspot.com/
Midnight Beauty - unknown art source

কাচিক ভাবনা - -

অনিঃশেষ তার অপেক্ষা আর আমার 
উচ্ছৃঙ্খল ভাসন, অন্তহীন তার 
প্রণয়ের পরিধি, বেঁধে 
রাখতে চায় সে 
মম অস্তিত্ব,
নিজের আবর্তন - বিন্দুর মাঝে, কি 
ভাবে বোঝাই তাকে, আমি 
কবে যে বিলীন, তার 
অন্তরতমের -
ভিতরে,
পরিপূর্ণ দ্রবণ, সে কেন যে খুঁজে - - -
পঞ্চতত্বের রূপে, আমি যে 
বিলুপ্ত তার নিঃশ্বাসে,
বুঝি না তার 
কিসের 
অবুঝ সন্ধান, তার ওই প্রতিচ্ছায়ায় 
অঙ্কিত মম পূর্ণ জীবন, জানি 
না কিসের বিহ্বলতা করে 
মন্থন, তার কাচিক 
ভাবনা !
আমি তার করতলের প্রজাপতি - - -
কিঞ্চিত কম্পনে যাই উড়ে,
বর্ষাবনের ওপারে, 
মহাসিন্ধুর 
পারে,
যাযাবর আমার দেহ, প্রাণ রাখে সে -
নিজের বুকে শক্ত ধরে - - 
* * 
- শান্তনু সান্যাল
 http://sanyalsplanet.blogspot.com/
art by Gautam Patole - India

শুক্রবার, ৯ আগস্ট, ২০১৩

ভবঘুরে ভালবাসা - -

আরোহণ ও অবরোহণের মাঝে থাকে, 
খুবই সুক্ষ্ম দুরুত্ব, স্থায়িত্ব বলতে 
কিছুই নেই, এক হালকা 
হাওয়ার ঝাপটায় 
ধুলিসাত 
ভাবনার অমরলতা ! বাউণ্ডুলে তার 
ভালবাসা ধরা দিতেই চায় না,
শুধুই ভেসে রয় বাউল 
গানের সুরে, দেশ 
বিদেশে, 
পুকুর পার হতে, উড়ে উড়ে বেড়ায় 
চড়ই ঝাঁকের সাথে, কখনো 
টেলিফোনের তারে 
কখনো ওই 
নেড়া 
খেজুর গাছের মাথায়, অহর্নিশ এক -
টলমলানি, ওই অস্থিরতার 
মাঝে, জীবন যেন 
বৈষ্ণবী !
বেঁধে রাখতে চায় তার আলোড়ন -
বুকের এক তারার সাথে,
যদিও,এই সুখ খুবই
চঞ্চল,বিহানের 
জনবিরল 
আঁধারে, কখন হবে হঠাৎ নিখোঁজ !
বলা খুবই কঠিন, তাই পাগল 
মন, সারা রাত জাগে,
চেয়ে রয় অবিরাম 
শিকল - 
আঁটা দ্বারের দিকে, তবুও আটকানো 
কি যায়  তাকে - - 
* * 
- শান্তনু সান্যাল  

http://sanyalsplanet.blogspot.com/
Artist -KUSAL MUKHERJEE - KOLKATA -  INDIA

জীবনের সারাংশ - -

ওই শাশ্বত অঙ্গীকারের বশীভূত 
মুক্ত করে যেতে চায় মন 
সমস্ত জাগতিক 
বন্ধন !
কিন্তু সেটা কি সম্ভব, যতই -
দূর যাই না কেন, এক 
অদৃশ্য আবাহন 
ধরে রাখে 
দেহ 
ও প্রাণের সংবেদন, ওই ডাকের 
মাঝে আছে মৌন দাবি,
লুক্কায়িত নালিশ,
স্বার্থপরতার 
গন্ধের 
অভিযোগ, তাই ফিরে ফিরে - -
আসে জীবন, নিভৃত
কি কোনো দিন 
হয় মানুষ,
যত দিন নিঃশ্বাসের চিত্রলেখ - -
ওঠে নাম তত দিন 
শুধুই আসক্ত 
হৃদয়ের 
স্পন্দন,জানা সত্তেও যে সব কিছু 
কেবল ক্ষণ ভঙ্গুর, তবু ও 
ভালবাসতে চায় 
মন, পুনরায় 
ব্যথার 
আবেদন,পুনশ্চ অন্তর্মনের পূজা 
বেদির পথে প্রস্থান, নতুন 
নৈবেদ্যের প্রস্তুতি 
সেটাই 
আসল দর্শন সেখানেই জীবনের 
সারাংশ - - 
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by SUBRATA DAS - KOLKATA - INDIA

বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৩

গেছ আবার ছুঁয়ে - -

গেছ আবার ছুঁয়ে দেহের অতি সূক্ষ্ম অবগতি, 
ওই মিহি অনুভূতির মাঝে, ছিল স্বপ্নের 
কিছু অঙ্কুরণ, দমকা বাতাসের 
দক্ষিণমুখী জানালা !
এখন শুধুই 
শুন্যতা ঘেরা জীবন, আর রহস্যভরা আকাশ,
যাবার ক্ষণে রেখে গেছ অজ্ঞাতসারে,
কিছু চোখের আলো, কিছু 
নিঃশ্বাসের সুরভিত 
উষ্মা, অধর 
কোণের 
লাজুক কম্পন, মৃগতৃষ্ণায় বিচরণ, অদৃশ্য - - 
দহনের পূর্ণ সরঞ্জাম, দীর্ঘ রাতের 
একা যাত্রা, জোছনার এক 
মিষ্টি ফোড়ন - -
* * 
- শান্তনু সান্যাল 
mystic moon - -

চিনতে পারবে কি - -

তুমি কি আজ ও অপেক্ষা করে আছো কোনো 
এক ভেজা সন্ধ্যার স্মৃতি নিয়ে বুকে,
এখনো কি পড়ে ওই বিশাল 
শিরীষ গাছের ছায়া 
অনাম দিঘির 
গায়ে !
তুমি কি এখনো দাঁড়িয়ে থাক অলিন্দ সীমানা 
ছুঁয়ে, বিস্মিত চোখে দেখে যাও জন -
অরণ্যের ফাঁকে ওই ফুলের 
দোকানের কাছে, 
কিন্তু আমি 
উধাও !
তুমি কি আজ ও লুকিয়ে হেঁটে যাও ওই সরু 
গলির মোড় হতে, ঠিক হরতকি -
বাগান হয়ে স্কটিশ চার্চের 
পিছনে, কোন গলি 
যেন, কিন্তু 
আর 
ভয়ের কিছুই নাই, আরশি শুধিয়ে দিয়েছে 
ভালই ভাবে, এখন আমাদের ওই 
পরিচিত চেহারাগুলো 
নিজেই গেছে 
বদলিয়ে, 
তুমি কি এখনো চাও না, হঠাৎ রাস্তা ঘাট -
হয় উঠুক জন শুন্য, অকস্মাৎ সব 
কিছু যেন স্থির, দূর দূর শুধুই 
অশেষ নীরবতা, আর 
আমি আসছি 
ধোঁয়াটে 
সন্ধ্যায়, বুকে জড়িয়ে তোমার ওই পুরাতন 
ধুসর রঙ্গী অপূর্ণ প্রতিশ্রুতি - - 
* * 
- শান্তনু সান্যাল
 http://sanyalsplanet.blogspot.com/
ART BY ANANT MANDAL - KOLKATA - INDIA

বিলুপ্ত ভালবাসা - -

যখন গেছে পুড়ে বিস্তীর্ণ অরণ্য হতে মানব বসতি,
কোথায় খুঁজবে বল আপন পরের পরিচয়,
কার হাতে ছিল জ্বলন্ত মশাল, কে 
দিল বিষাক্ত ভাববাণী, বলা
মুশকিল, সবাই তখন 
ছদ্মবেশী -
মুখোশ - পরিহিত, গেছে ধরিয়ে আগুনের বন্যা, -
বিধ্বস্ত দেউলের প্রাঙ্গনে ভালবাসা তখন 
উলঙ্গ, খুঁজে বেড়ায় পাতার আবরণ, 
ওই বাল্য বন্ধু তখন দেখে 
আর হাসে আমার 
ক্ষত স্থান !
চির পরিচিত মাঝি তখন নদী পার করার ছলে 
ডুবিয়ে গেছে মাঝধারে, তারা খুঁজে 
তাদের উত্স, তাদের বিজয় -
গাথা, আমি আজ ও 
ধরে আছি 
বুকের মাঝে পুরাতন মৃত বিলুপ্ত তার একমাত্র 
ভালবাসা - - 
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
ART OF SANATAN DINDA - India

বুধবার, ৭ আগস্ট, ২০১৩

সজলতার প্রদর্শনী - -

সে গেছে বহে মরু নদীর রূপে বারংবার ! 
তবুও বুকের দুই ধারের বালির -
স্তূপ, যথারীতি চেয়ে রয় 
সন্ধ্যার মুখে, চির 
তৃষিত 
নয়নে, এ কেমন গুহ্য দহন, জ্বলে সতত 
দিবা নিশি অন্তরতমে ! এ কেমন 
ভালবাসা কখনো হৃদয়ের 
খুব কাছে, আবার 
অনেক 
সময়ে ভেসে রয় আকাশের গায়ে মায়াবী 
মেঘের রূপে, শুধুই সজলতার 
প্রদর্শনী ! এ কেমন 
প্রবণতা -
মৌন দাঁড়িয়ে রয় জীবন নিলামের ছকে,
* * 
- শান্তনু সান্যাল 
art by j.cianalli

ছেঁড়া দড়ির কাহিনী - -

আত্মীয়তার বসন ছিল কাঁচা রঙ্গী, কিছু 
দিন রইলো দেহ ও ভাবনা সাথে 
জড়িয়ে, পরবর্তী কালে 
ক্রমশঃ গেছে 
রং উঠে,
তাই ছাতের এক কোণায়, দড়ির শেষ -
প্রান্তে রইলো ফেলানো, পেরকের 
সাথে ওই অস্থায়ী চুক্তি, 
ঝড় বাদল থেকে 
ভয় মুক্তি,
কিছু পরিচিত চড়ুই পাখিরা, প্রায়শ - - 
গেছে ঠোকরিয়ে, সবাই যেন 
নিজের নীড় নিয়ে ব্যস্ত,
যত দিন থাকে 
চমক -
দমক আয়না ও যায় ভালোবেসে, তার 
পরে শুন্য দড়ি ঝুলে রয়, প্লাস্টার
খসা ছাতের সীমানার 
দেয়ালে একাকী 
নিঃশব্দ !
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
unknown source of art - -

মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৩

অ বিকল্প - -

বিকল্প বলতে কিছুই নয় এই মুহুর্তে আমার 
হাতে, তাই অনিচ্ছা বা ইচ্ছার প্রশ্নই 
ওঠে না, শুধুই অগোছাল - 
ভাবে স্ব বিলয়ন, 
সব নির্ণয় 
তোমার বুকে, পরশ পাথর কি অদৃশ্য বর্ষা, 
জানি না কি যে আছে, তোমার 
নিগূঢ় চোখের ঘনীভূত 
মেঘে, ইদানিং -
মরুতৃষার 
প্রয়োজন শুধুই এক পশলা বৃষ্টি ! ভাবনার 
দোলনকাল খুবই ক্ষণিক, তাই 
পল্লব ঝরার আগে কিছু 
ফোঁটা আবেগ যদি 
যায় ঝরে -
নি:সন্দেহে জীবনের তরু ভরে উঠবে - - -
নতুন কিশলয়ে - - 
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
artist - jill deveraux

সোমবার, ৫ আগস্ট, ২০১৩

তার চোখের ভাষা - -

এই জীবন কখনো খুবই পেঁচানো, স্তরে স্তরে 
লুকানো আগ্নেয় অনুভূতি, আবার অনেক 
সময় খুবই সহজ হাত বাড়ালেই 
প্রজাপতির রঙ্গীন ডানা,
কখনো করতলের 
মাঝের - 
জোনাকির আলো, আঙ্গুলের বাঁধন খুলে - -
গেলেই অন্ধকার, রয়ে যায় রেশমী 
শল্কের দাগ আর এলোমেলো 
রেখার জাল, জটিল 
হিসাব নিকাশ,
আবার 
মাঝে মাঝে এই জীবন শিশুর বুকে জড়ানো 
শালুক গুচ্ছ, চেয়ে রয় বিস্ময় চোখে 
রাজহংসের ঝাঁক পুকুর পারে,
স্বপ্নবিহীন অথবা নীরব 
ভাবনার সাথে, 
অনেক 
সময় সে অধরা গঙ্গা ফড়িং, বেরিয়ে আসে 
হঠাৎগভীর পুকুর হতে - - 
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
Subrata Das - Bengal Artist

রবিবার, ৪ আগস্ট, ২০১৩

তির্যক হাসির মাঝে - -

বিমুগ্ধ পৃথিবী, পুলকিত আকাশ, তুমি আজ 
পূর্ণ মুকুলিত কানন কুসুম ! ফুটে 
আছো অন্তর পৃষ্ঠতলে -
একরাশ, বুকে 
সাজিয়ে 
প্রগাঢ় বুনো গন্ধ, জীবনের সমস্ত রিক্তাঞ্চল 
ভরে নিতে চায় আজ রাত, তোমার 
চোখ হতে নির্গত সুধাময় 
আবেগ, তোমার 
ওই তির্যক 
হাসির মাঝে ঝুলে রয় আমার দীর্ঘ নিঃশ্বাস,
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by amber-vitek

শুক্রবার, ২ আগস্ট, ২০১৩

এখনো অনেক কিছু আছে বাকি - -

অনেক বার যা বলেছি মৌন চোখের -
ভাষায়, বহু বার তুমি বুঝেছ 
সেটা হৃদয়ের অনুবাদে,
তবু ও কোথায় 
যেন -
এখনো, আছে কিছু বিশৃঙ্খলা, কিছু 
ভুল ধারণা, আসলে অনেক 
ভাবনার তরজমা
করা সহজ 
নয় -
বহুবার চেয়েছি লিখতে নিঃশ্বাসের 
লিপির মাঝে, তোমাকে নিয়ে 
এলোমেলো কবিতা,
কিছু অব্যক্ত 
ব্যথা -
কিছু ক্ষণিক খুশির বিন্দু, বিসর্গ - -
উপান্ত হতে জীবন চেয়ে 
রয় তোমার প্রেমের 
রেখাঙ্কন !
জানি না ওই রেখার আয়ু দীর্ঘ কি 
অল্প, তবু ও জীবন চায় 
অনেক কিছু নীরব 
চোখে তোমায় 
বলতে - - 
* * 
- শান্তনু সান্যাল 
art by kirtharmon

আরশির নেপথ্যে - -

বিগত রাতের শেষ প্রহরে, যখন চাঁদের -
আলো নিষ্প্রভের পথে, নিশাচর 
পাখির সুর, অবরোহের 
দিকে, তোমার -
অপ্রত্যাশিত 
পরশে -
জীবনের অনীহা পৃষ্ঠতল, হয়ে উঠে ছিল 
সহসা, জীবন্ত আগ্নেয়গিরি ! ওই -
স্বপ্নীল মুহুর্তে, তুমি আচমকা
ভাবে গেছ আমায় 
ভালোবেসে,
এখন 
তুমি লজ্জাবতী ফুলের প্রশাখা, চোখের -
পরশে গুটিয়ে চলেছো, লাজুক 
আবেগের জাফরি, নব -
পল্লবিত দেহের 
ভিতরে !
পুরনো আরশির মাঝে তোমার প্রতিবিম্ব
এখন চায় নতুন চিত্রণ, তুমি কি 
তা লক্ষ্য করেছ - - 
* * 
- শান্তনু সান্যাল  
art by Felipe D Tapia

বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৩

সজল চোখের অভিলাষ - -

প্রতিশ্রুতির হাসি নিয়ে চোখে, জীবন -
দাঁড়িয়ে আছে পুনরায় তোমার 
দরজায়, না কোনো কড়া 
নাড়ার শব্দ, না 
কোনো 
ডাক, জানি তুমি নিজেই খুলবে মনের 
দ্বার আত্ম অনুভূতির ফলে, ওই 
আত্ম বিভোরের বিরল 
মুহুর্তে, আমি 
তোমায় 
ভালবাসবো, পরিপূর্ণ দেহ ও প্রাণের -
সাথে, এখন তুমি বসে আছো,
মায়াবী আয়নার সম্মুখে,
বিমুগ্ধ লয়ে  শুধুই 
নিজের মাঝে 
বিস্মৃত,
অন্যমনস্ক ঘোর যখন যাবে কেটে - -
হয় ত সেই মুহুর্তে তুমি শুনবে 
স্পন্দনের শব্দ ! বুঝবে 
সজল চোখের 
অভিলাষ,
* * 
- শান্তনু সান্যাল 
art by nancy medina