শনিবার, ১২ অক্টোবর, ২০১৩

চোখের অবিনশ্বর ভাষা - -

হয় ত আবার তুমি ফিরে আসবে ওই 
প্রশান্ত সমুদ্র তীরে, একাকী 
কিংবা কোনো অন্য 
সঙ্গীর সাথে,
আর 
হয় ত নিঃশব্দ চোখে খুঁজে বেড়াবে -
বিলুপ্ত পদচিহ্ন, অনন্তকালের 
প্রতিশ্রুতি শুধুই 
বইর কথা,
আর 
কাহিনীর আয়ু চিরদিনই অল্পকালীন,
নিসর্গের নিজের এক বিধান 
আছে, সময়ের সাথে 
সব কিছুই যায় 
বদলিয়ে,
তাই 
কল্পনার বাহিরে ভালবাসা  শুধুই - -
ঝুঁকিপূর্ণ ! কবিতার পৃষ্ঠায় 
অনন্ত প্রেমের সন্ধি !
আজগের মত 
থাক 
রহস্যময়ী ভাবে লুকিয়ে, কোনো এক 
দিন পরজন্মে, পুনরায় আমি 
শুধাবো আমার বুকের 
অন্তহীন ভাবনা,
মৌন 
চোখের অবিনশ্বর ভাষায়, যদি তুমি 
বুঝতে পারো - -
* * 
- শান্তনু সান্যাল 
painting by - william-cunningham-a-quiet-moment
http://sanyalsplanet.blogspot.com/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন