শনিবার, ১২ অক্টোবর, ২০১৩


অনাবিষ্কৃত অঞ্চল !

মনে করিও না, ওই ক্ষত স্থানে আঙ্গুল রেখে,
পুরাতন ব্যথার বেদনা, ভরে চলেছে -
নিষ্ক্রিয় আগ্নেয়গিরির বুকের
গহ্বর, ভাবনার তরঙ্গে
খেলে যেতে
চায়
মধুমাসের ঢেউ, হৃদয় ঝিলে ফুটে উঠতে -
যেন বিহ্বল, প্রণয়ের শতদল ! পুনশ্চ
জীবনে বাসন্তী বাতাসের -
অভিনব আভাস,
উড়ে যেতে
চায়
বহুকালের বন্দী পাখি, খুলে কুন্ঠিত ডানা, -
ডেকে যায় সুদূর হতে উন্মুক্ত নীল
আকাশ, আবার জীবন চায়
ছুঁতে রহস্যময়ী -
দিগন্ত
রেখা, লিখতে কিছু নতুন পরিভাষা, বুঝতে
অবুঝ পৃথিবীর অনাবিষ্কৃত অঞ্চল !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন