শনিবার, ১২ অক্টোবর, ২০১৩

emotion 2

সত্যতা,

জানি না কত দূর সে বুঝতে পেরেছে
মনের অবুঝ, অনাবিষ্কৃত
ভাবনার লিপি, আমি
কেবল চেয়ে
রইলাম
নির্বাক তার মুখের দিকে, বোঝাতে
পারি নি কিন্তু তাকে, কোনো
ভাবে, যে কেন মানুষ
স্বপ্নজীবী হয়ে
ওঠে -
তার যাওয়ার পরে ছিল অনেক ক্ষণ,
আকাশগঙ্গা ফেকাশে, শুন্য
নীলাম্বর ! নিঃশব্দ
একাকী মাঝি
আর -
নিম্ন সুরে মাস্তুলের ধ্বনি, নদীর - -
বুকে হারানো ডেউর ঠিকানা !
* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.com/
venice
— 

জানি না - -

এখনো আছে শীতের নরম রোদের স্পর্শানুভূতি,
হৃদয় কোণের কিছু ভীরু অন্ধকার, চায়
পুনরায় তোমায় ভালবাসতে, এক
এমন শীতল নীল আলোর
বাসনা, যদি করে
যেত অন্তর
নীলাভময়, এক এমন অনুরাগে ছোঁয়া বাতাস,
ভরে যেত জীবনে, চন্দনময় আভাস,
অনেক কিছুই চায় জীবন, কিন্তু
প্রশ্নচিহ্ন যেন নিয়তির
প্রিয় বন্ধু, সব
সময় -
দাঁড়িয়ে রয় সটান, এক বিন্দু হতে অন্য পর্যন্ত,
রেখা টানতে গিয়ে দেখি, সরল রেখা -
অজান্তে হয় উঠে আঁকাবাঁকা,
বারে বারে কাটকুট,
পুনরায়
মুছে ফেলা, আবার নতুন ভাবে চিত্রলেখের - -
পরিকল্পনা, নিসর্গে অভিনব রঙের
সন্ধান, কোথায় আছে জানি
না সঠিক গন্তব্য !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
painting by artist Marina Petro 1
 — with Timothy Paul


বহু দূর, অদেখা বর্ষা বনে - -

মনে করিও না বারে বারে অতীতের ওই
সব কাচের পুতুল খেলা, এস না
আর বেরিয়ে কুয়াশার
পথ হতে নিয়ে
হাতে
কাগজের ফুল, বহু কষ্টে জীবন পেয়েছে
মায়ার বন্ধন থেকে মুক্তি, ডেকো
না আবার ওই ডাক নাম
ধরে, সাড়া পাবে
না কোনো
ভাবে
ভুলে গেছি আমি দুঃস্বপ্নের সেই মুহূর্ত - -
গুলি, কর না নীরব অনুধাবন,
শুন্য ছাড়া কিছুই নেই
আমার কাছে,
যা কিছু
ছিল তোমার দেওয়া, রেখে এসেছি খুব
সাবধানে, খুলে দেখো অবসরে
কোনো দিন অন্তর্মনের
সিন্দুক খানি !
এখনো
হয় ত পাট ভাঙি নি, রয়েছে নিজের - -
জায়গায় যথারীতি, ওই কচি
ভাবনার বস্ত্র খানি, না
আর ধরতে
যেও না
যাযাবর প্রজাপতি, আমি সহজে উড়ে
চলেছি বহু দূর, অদেখা বর্ষা
বনে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/

painting by gina-femrite

বাঞ্ছিত ভুলের আবেশে - -

স্বপ্নের আয়ু ছিল খুবই অল্প ভোরের সাথে
দিয়ে গেল ফুলের গন্ধে সজলতা,
তোমার প্রতিশ্রুতি ছিল
কাচে গড়ানো
শীশমহল,
কখন যে গেছে ভেঙ্গে বুঝতেই পারি নি !
আকাশ থেকে যখন নেমে এলো
পলকা ভালবাসা, মেঝের
উপরে ছড়ানো
ছিল -
কন্টকমুখী ভাঙ্গা কাচের অসংখ্য টুকরো,
ভাবনার জগৎ তখন সম্পূর্ণ
রক্তরঞ্জিত, চিড় -
খাওয়া
দেহ নিয়ে জীবন দাঁড়িয়ে রয় তোমার -
বন্ধ দরজার, উদাস দোরগোড়ায়,
কম্পিত হাতে নিয়ে কিছু
পুরাতন চিঠি !যে
তুমি লিখে
ছিলে এক দিন বাঞ্ছিত ভুলের আবেশে !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/

art unknown source - -

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন